"Isabella" and "Claudio" appear in which Shakespeare play?
A
The Tempest
B
Othello
C
Measure for Measure
D
Much Ado About Nothing
উত্তরের বিবরণ
Isabella এবং Claudio চরিত্র দুটি এসেছে William Shakespeare-এর নাটক Measure for Measure থেকে। এটি পাঁচ অঙ্কের একটি Dark Comedy, যা রচিত হয় প্রায় ১৬০৩–১৬০৪ সালে এবং ১৬২৩ সালের First Folio সংস্করণে প্রকাশিত হয়।
সারসংক্ষেপ
ভিয়েনার ডিউক Vincentio সাময়িকভাবে শাসনভার Angelo-কে অর্পণ করেন। Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে বিয়ে না করে গর্ভবতী করেছে। Claudio-র বোন Isabella, যিনি একজন novice nun, ভাইয়ের প্রাণভিক্ষা করতে Angelo-র কাছে যান। কিন্তু Angelo শর্ত দেন—Isabella যদি তার সতীত্ব বিসর্জন দেয়, তবে Claudio মুক্তি পাবে। Isabella রাজি হন না। এদিকে Duke ছদ্মবেশে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। শেষে সত্য প্রকাশিত হয়, Claudio বেঁচে যায়, Angelo-র ভণ্ডামি প্রকাশ পায়। নাটকের শেষে Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন এবং ন্যায়বিচারের মধ্য দিয়ে কাহিনি শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ
-
Isabella
-
Duke Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone ইত্যাদি
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে খ্যাত।
-
সর্বমোট ৩৭টি নাটক রচনা করেন।
শ্রেণিভুক্ত রচনাবলি
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet ইত্যাদি
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & Part II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III
0
Updated: 1 month ago
Who has organized the meeting? [passive]
Created: 1 month ago
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?
0
Updated: 1 month ago
Which word is an antonym of "neophyte"?
Created: 1 month ago
A
Novice
B
Veteran
C
Compliant
D
Apprentice
Neophyte একটি noun, যা বোঝায় এমন ব্যক্তি যিনি সম্প্রতি কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এখনও শিখছেন বা অভিজ্ঞ নন। এটি সাধারণত নবদীক্ষিত বা শিক্ষানবিস বোঝাতে ব্যবহৃত হয়।
-
Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it
Bangla Meaning: নবদীক্ষিত; কোনো ধর্মমতে অধুনা দীক্ষিত ব্যক্তি; শিক্ষানবিস -
Correct Answer: খ) Veteran (বিপরীত অর্থে)
-
Synonyms: Beginner (নবিশ; অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক), Apprentice (আনাড়ি), Amateur (অপেশাদার)
-
Antonyms: Expert (বিশেষজ্ঞ), Master (দক্ষ), Professional (পেশাগত), Veteran (অভিজ্ঞ), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)
-
Other Option: Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত)
-
Example Sentences:
-
The actual English teaching that gets done in this situation may be minimal, while the neophyte teacher is busy struggling for survival.
-
Neophytes are assigned an experienced church member to guide them through their first year.
-
-
Source:
0
Updated: 1 month ago
Choose the correct sentence from the options below:
Created: 1 month ago
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-
0
Updated: 1 month ago