"If Winter comes, can Spring be far behind?" - Who quoted this line?
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
W. Wordsworth
উত্তরের বিবরণ
“If Winter comes, can Spring be far behind?” লাইনটি P. B. Shelley-এর Ode to the West Wind কবিতা থেকে নেওয়া। এটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং কবির passionate language ও symbolic imagery ব্যবহারের একটি অনন্য উদাহরণ হিসেবে গণ্য হয়।
-
কবি West Wind-এর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
-
কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy-তে।
-
কারো মতে, কবিতাটি Shelley লিখেছিলেন তার পুত্র William-এর মৃত্যুশোকে।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যেন বৈপ্লবিক ধারণাগুলো সারা বিশ্বে ছড়ায়।
-
কবিতার শেষ লাইন বিখ্যাত: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley (Percy Bysshe Shelley):
-
তিনি একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তি।
-
Shelley বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য পরিচিত ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যে একজন Revolutionary poet হিসেবে বিবেচিত।
-
তাঁর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ সৃষ্টি করা।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Our sweetest songs are those that tell of saddest thought” (Ode To A Skylark)
-
“If Winter comes, can Spring be far behind?” (Ode to the West Wind)
-
“The more we study, the more we discover our ignorance” (Queen Mab)
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
ড্রামা:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:
0
Updated: 1 month ago
The Shepheardes Calender is a collection of:
Created: 2 months ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems
2
Updated: 2 months ago
Jonathan Swift is best known as -
Created: 1 month ago
A
dramatist
B
satirist
C
lyric poet
D
philosopher
Jonathan Swift ছিলেন একজন Anglo-Irish author এবং clergyman, যিনি Neoclassical period-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত prose satirist এবং তার ব্যঙ্গরচনা সাহিত্যে বিশেষ পরিচিত। Swift-এর লেখা বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’, এবং তিনি কিছু সময় Isaac Bickerstaff ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
জাতি ও পরিচয়: Anglo-Irish author এবং clergyman
-
ধরণ: Neoclassical period author, Prose Satirist
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত কাজের ধরন: Satire
Jonathan Swift-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
0
Updated: 1 month ago
'Captain Ahab' is a character from -
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
Robinson Crusoe
C
Moby Dick
D
Old Man and The Sea
Moby Dick
-
লেখক: Herman Melville
-
প্রথম প্রকাশ: 1851, মূলত The Whale নামে
-
উৎসর্গ: Nathaniel Hawthorne
-
বিষয়: তিমি শিকার ও মানুষের আবেগ, প্রতিশোধ ও অবসেশন
Summary:
-
প্রধান চরিত্র:
-
Captain Ahab – এক-পা হারানো জাহাজের অধিনায়ক, Moby Dick তিমি শিকার করতে বদ্ধপরিকর
-
Ishmael – ন্যারেটর
-
Queequeg, Starbuck, Peleg, Bildad (Pequod জাহাজের মালিক)
-
-
গল্পের কেন্দ্র: Moby Dick নামক white giant whale
-
Ahab-এর আবেগপ্রবণ শিকার তার নিজস্ব মৃত্যু এবং প্রায় সব ক্রুদের মৃত্যুর কারণ হয়
-
শেষমেশ, white whale মারা যায় না
Herman Melville
-
American novelist, short story writer, poet
-
সমুদ্রভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত
Famous Novels:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
0
Updated: 1 month ago