What does the literary term 'Pun' mean?
A
The perspective from which the narrator tells his story.
B
A Self-contradictory statement that hides a rational meaning.
C
The speaker in a poem or novel.
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তরের বিবরণ
উত্তর হবে Pun। এটি এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে শব্দের ধ্বনিগত মিল থাকলেও ভিন্ন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ শব্দকে দুই বা ততোধিক ভিন্ন অর্থে ব্যবহার করা হয়।
Pun বা Paronomasia
-
শব্দের এক ধরনের মজার বা ছলনাময় ব্যবহার, যেখানে একটি শব্দ একাধিক অর্থে বোঝানো হয়।
-
সাহিত্যে অনেক লেখক এই কৌশল ব্যবহার করে, এমনকি তাদের লেখার শিরোনামেও।
-
উদাহরণ: Hemingway-এর Farewell to Arms শিরোনামে Arms শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে—যুদ্ধ/অস্ত্র এবং প্রেমিকার হাত।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Point of View: গল্প বলার দৃষ্টিকোণ বা narrator-এর দৃষ্টিভঙ্গি।
-
Paradox: স্বপরস্পরের বিপরীত একটি বিবৃতি যা আভ্যন্তরীণ অর্থ বহন করে।
-
Persona: কবিতা বা উপন্যাসে বক্তা বা চরিত্র।

0
Updated: 15 hours ago
Which one is the singular form?
Created: 1 week ago
A
alumni
B
media
C
radius
D
syllabi
সঠিক উত্তর: গ) radius
কিছু noun-এর অনিয়মিত plural রূপ
Singular | Plural |
---|---|
alumnus | alumni |
medium | media |
radius | radii |
syllabus | syllabi, syllabuses |
আরও উদাহরণ
Singular | Plural |
---|---|
basis | bases |
crisis | crises |
memorandum | memoranda |
vertex | vertices, vertexes |
formula | formulae, formulas |
oasis | oases |
agendum | agenda |
analysis | analyses |
উৎস:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Applied English Grammar and Composition – P.C. DAS

0
Updated: 1 week ago
Why does Darcy help in arranging Lydia and Wickham’s marriage?
Created: 2 weeks ago
A
To save his own reputation
B
To win Elizabeth’s love
C
To protect the Bennet family’s honor
D
To obey Lady Catherine
Darcy জানে Lydia–Wickham-এর কেলেঙ্কারি পুরো Bennet পরিবারের সুনাম নষ্ট করবে। Elizabeth-এর পরিবারের সম্মান বাঁচাতে সে Wickham-এর দেনা শোধ করে এবং তাকে বিয়ে করতে বাধ্য করে। Darcy নিজের পরিচয় গোপন রাখে। Austen দেখান—সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ ত্যাগের মধ্যে প্রকাশ পায়। এই কাজ Darcy-র চরিত্র উন্নতির প্রমাণ।

0
Updated: 2 weeks ago
Who is the author of "Doctor Faustus"?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
Ben Jonson
C
Edmund Spenser
D
Thomas Kyd
Doctor Faustus নাটকের রচয়িতা হলেন Christopher Marlowe।
সংক্ষিপ্ত বিবরণ:
-
রচয়িতা: Christopher Marlowe (1564–1593)
-
প্রকাশিত: ১৬০৪
-
ধরণ: ট্র্যাজেডি নাটক
-
বিষয়বস্তু:
-
Faustus নামের একজন পণ্ডিত অতিরিক্ত ক্ষমতা ও জ্ঞান অর্জনের জন্য শয়তানের সঙ্গে চুক্তি করে
-
নাটকটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, নৈতিক দ্বন্দ্ব এবং আত্মধ্বংসী প্রবণতার গল্প বর্ণনা করে
-
-
ভিত্তি: মধ্যযুগীয় ‘Faust’ কিংবদন্তি
Christopher Marlowe:
-
Elizabethan যুগের অন্যতম প্রধান নাট্যকার ও কবি
-
Shakespeare-এর আগে English drama-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
Dramatic blank verse-এর প্রতিষ্ঠাতা
Notable Works:
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
উত্তর: Christopher Marlowe

0
Updated: 1 month ago