"Good fences make good neighbors" - Who is the author of this line?
A
Emily Dickinson
B
Robert Frost
C
Walt Whitman
D
P. B. Shelley
উত্তরের বিবরণ
উক্তিটি Robert Frost-এর লেখা এবং তাঁর Mending Wall কবিতা থেকে নেওয়া।
Mending Wall
-
কবিতাটি Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
এটি Robert Frost-এর North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
কবিতার বিষয়বস্তু: দুটি প্রতিবেশী একে অপরের সঙ্গে দেয়াল মেরামত করতে গিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি স্বাভাবিকভাবেই সীমানা ভাঙতে চায়।
-
প্রতিবেশী বিশ্বাস করেন: “Good fences make good neighbors” — অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বাধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে ভারসাম্য খুঁজতে চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয়।
-
পরিচিতি: Nature poet, Regional poet।
-
চারবার Pulitzer Prize লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
-
Mending Wall তাঁর North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রধান কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 15 hours ago
Marlowe's "Doctor Faustus" is a/an -
Created: 2 weeks ago
A
comedy
B
tragedy
C
historical novel
D
absurd play
✦ Doctor Faustus (নাটক)
-
লেখক: Christopher Marlowe
-
পূর্ণ নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
ধরণ: Tragedy (খ)
সারসংক্ষেপ
-
Faustus, একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর কাছে তার আত্মা বিক্রি করে অলৌকিক ক্ষমতা অর্জন করতে চায়।
-
Faustus ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করে, কিন্তু গভীর অনুশোচনা ও দ্বিধায় ভুগে।
-
বিভিন্ন সুযোগে মুক্তি লাভের সুযোগ থাকা সত্ত্বেও সে নিজেকে ত্যাগ করতে রাজি হয় না।
-
নাটকের শেষাংশে Faustus নরককুণ্ডে টেনে নেওয়া হয় এবং চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রসমূহ
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel
-
The Evil Angel
-
Wagner
✦ Christopher Marlowe (১৫৬৪–১৫৯৩)
-
পরিচয়: Elizabethan Period-এর কবি ও নাট্যকার
-
খ্যাতি: The Father of English Tragedy, University Wit
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
-

0
Updated: 2 weeks ago
Which one of the following is a "Feminine gender"?
Created: 2 weeks ago
A
Ewe
B
Hart
C
Colt
D
Boar
Gender (লিঙ্গ) – পশুদের উদাহরণ
১. ভেড়া (Sheep)
-
Feminine: Ewe
-
English: Female sheep (especially mature)
-
Bangla: ভেড়ি
-
-
Masculine: Ram
-
English: Male sheep
-
Bangla: পুরুষ মেষ; ভেড়া
-
২. হরিণ (Deer)
-
Masculine: Hart
-
English: Male deer
-
Bangla: পুরুষ হরিণ
-
-
Feminine: Roe
-
English: Female deer
-
Bangla: স্ত্রী হরিণ
-
৩. ঘোড়া (Horse)
-
Masculine: Colt
-
English: Young male horse
-
Bangla: পুংঘোটক / শিশুহরিণ
-
-
Feminine: Filly
-
English: Young female horse
-
Bangla: কন্যা ঘোড়া
-
৪. শূকর (Swine / Pig)
-
Masculine: Boar
-
English: Uncastrated male swine
-
Bangla: বন্য শূকর / পুরুষ শূকর
-
-
Feminine: Sow
-
English: Female swine
-
Bangla: স্ত্রী শূকর
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 2 weeks ago
Iambic Pentameter is most closely associated with which writer?
Created: 1 month ago
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens

0
Updated: 1 month ago