Which of the following best defines "Irony" in literature?
A
An expression or statement where the real meaning is concealed or contradicted
B
Compressed form of simile
C
Negative statement in order to emphasize a positive meaning
D
Character suddenly understands their mistake
উত্তরের বিবরণ
Irony হলো এমন একটি প্রকাশ বা বক্তব্য যেখানে প্রকৃত অর্থ আড়ালে থাকে বা উল্টোভাবে প্রকাশ করা হয়। এটি প্রায়শই বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রকাশিত অর্থের বিপরীত অর্থই বোঝানো হয়।
Irony
-
এটি এমন একটি statement, situation বা action, যার আংশিক বা পুরো অর্থ সরাসরি বোঝানো কথার বিপরীত।
-
অনেক সময় প্রশংসার আড়ালে নিন্দা বা নিন্দার আড়ালে প্রশংসা প্রকাশ করা হয়।
-
সহজভাবে বললে, এটি এমন বক্তব্য যা যা বলা হচ্ছে তার বিপরীত অর্থ বোঝায়।
উদাহরণ
-
Jane Austen-এর Pride and Prejudice নাটকের প্রথম বাক্য:
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.” -
Samuel Coleridge-এর Rime of the Ancient Mariner-এও দেখা যায়: নাবিক তৃষ্ণার্ত হয়ে মারা যাচ্ছে অথচ চারপাশে পানি।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Litotes: কোনো ইতিবাচক অর্থকে জোরদার করতে নেতিবাচক রূপে প্রকাশ।
-
Metaphor: সংক্ষিপ্ত রূপে তুলনা প্রকাশ করা, simile-এর বিকল্প।
-
Epiphany: চরিত্র হঠাৎ করে নিজের ভুল বুঝে ফেলা।

0
Updated: 15 hours ago
What does the term "Comic Relief" mean in literature?
Created: 16 hours ago
A
A speech full of sadness and grief
B
A sudden tragic incident
C
A long descriptive poem
D
A funny moment or scene inserted to ease the tension in a serious story
English
CARE- Cooperative for Assistance and Relief Everywhere
English Literature
No subjects available.
Comic Relief বলতে সাহিত্যকর্মে এমন একটি মজার দৃশ্য বা সংলাপকে বোঝানো হয়, যা গুরুগম্ভীর বা ট্র্যাজিক পরিস্থিতির মাঝখানে এনে দর্শক বা পাঠকের মানসিক চাপ কমিয়ে দেয়। এটি সাধারণত একটি humorous scene যা serious scenes of a tragedy-এর মাঝে সন্নিবেশিত হয়, যাতে দুঃখবোধ ও টানটান আবহ কিছুটা লঘু হয়ে আসে।
Comic Relief
-
ট্র্যাজেডির গম্ভীর আবহে হাস্যরসাত্মক চরিত্র, সংলাপ বা দৃশ্য যুক্ত করা হয়।
-
এর মাধ্যমে দর্শক-শ্রোতার আবেগীয় চাপ হালকা হয় এবং ট্র্যাজিক প্রভাবকে আরও তীব্রভাবে অনুভব করা যায়।
-
সহজভাবে বললে, হালকা কথা-বার্তা বা দৃশ্যের মাধ্যমে নাটকের গাম্ভীর্য সাময়িকভাবে ভেঙে দেওয়া হয়।
উদাহরণ
-
Shakespeare-এর Hamlet নাটকের Act V, Scene 1-এ কবর খননকারীদের (gravediggers) মধ্যে হাস্যরসাত্মক সংলাপ হলো একটি চমৎকার Comic Relief।
অন্যান্য উল্লিখিত অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।

0
Updated: 16 hours ago
Choose the correctly spelled word:
Created: 1 week ago
A
Fluorescent
B
Fluoresent
C
Flourescent
D
Fluorescint
সঠিক শব্দটি: ক) Fluorescent
-
Fluorescent:
-
English meaning: producing light by fluorescence (absorbing light of a short wavelength and producing light of a longer wavelength)
-
Bangla meaning: পদার্থ যা বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয়; প্রতিপ্রভ
-
-
Example:
-
Certain chemicals are used in fluorescent lights to produce visible light.
-
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Sidney
calls poetry a “________ picture” that both teaches and pleases.
Created: 3 months ago
A
Talking
B
Nothing
C
Stealing
D
Speaking
Coming..

0
Updated: 3 months ago