Correct sentence: Open at page 30.
ব্যাখ্যা:
-
কোনো বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা নির্দেশ করতে ‘Open at page’ ব্যবহৃত হয়।
-
উদাহরণ: Open at page 30
অন্যভাবে ব্যবহার:
-
Open to মানে উন্মুক্ত বা গ্রহণযোগ্য।
-
উদাহরণ: His plan is open to objection.
Who is the main human character in The Jungle Book?
A
Tarzan
B
Mowgli
C
Shere Khan
D
Rikki-Tikki-Tavi
উত্তরের বিবরণ
The Jungle Book রচনা করেছেন Rudyard Kipling, এবং এর প্রধান মানব চরিত্র হলো Mowgli, যিনি বন্য জঙ্গলে বন্যপ্রাণীদের সঙ্গে বড় হন।
লেখক: Rudyard Kipling, একজন Indian-born British Journalist।
প্রকাশিত: ১৮৯৪ সালে
ধরন: গল্প সংকলন (a collection of stories)
গল্পগুলো মূলত Mowgli-এর জীবন ও বন্যপ্রাণীদের সঙ্গে তার সম্পর্কের ওপর ভিত্তি করে।
বইটি বর্ণনা করে ওলফ প্যাকের সামাজিক জীবন, এবং কল্পনাপ্রসূতভাবে জঙ্গলের ন্যায়বিচার ও প্রাকৃতিক ক্রম।
কেন্দ্রীয় চরিত্র: Mowgli
Rudyard Kipling-এর প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
Kim
The Jungle Book
Puck of Pook's Hill
Captain Courageous
Limits & Renewals
Just So Stories
Soldiers Three
The Light that Failed
Plain Tales from the Hills
Seven Seas
The White Man's Burden
উৎস:
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Open with page 30.
B
Open at page 30.
C
Open for page 30.
D
Open by page 30.
0
Updated: 1 month ago
Who is the moral guide for Elizabeth in the novel?
Created: 1 month ago
A
Mr. Bennet
B
Mrs. Gardiner
C
Lady Catherine
D
Caroline Bingley
Mrs. Gardiner Elizabeth-এর খালা। তিনি Elizabeth-কে Wickham থেকে দূরে থাকতে বলেন এবং Darcy-র গুণ চিনতে শেখান। Austen দেখান—Gardiner পরিবার Bennet পরিবারের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও নৈতিক। Mrs. Gardiner Elizabeth-এর জীবনে এক ধরনের mentor figure, যিনি তাকে সঠিক পথে পরিচালনা করেন।
1
Updated: 1 month ago
Who wrote the novel 'Oliver Twist'?
Created: 1 month ago
A
Charles Dickens
B
G.B. Shaw
C
Ernest Hemingway
D
William Shakespeare
Oliver Twist
লেখক: Charles Dickens
উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৮৩৭ থেকে ১৮৩৯ পর্যন্ত।
কাহিনীটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনকে কেন্দ্র করে।
লেখক তৎকালীন লন্ডন শহরের দুরবস্থা এবং দারিদ্র্যের ফলে মানুষের অপরাধমূলক পথ বেছে নেওয়ার প্রভাব সফলভাবে তুলে ধরেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
Oliver Twist
Fagin
Bill Sikes
Nancy
Agnes Fleming
Charley Bates
Charles Dickens (1812–1870):
ইংরেজি ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজবংশীয় সকল শ্রেণির পাঠকের কাছে আকর্ষণীয়।
প্রযুক্তিগত উন্নতি এবং চিত্রায়ন দক্ষতার কারণে তার খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
প্রধান কাজসমূহ:
Oliver Twist
A Christmas Carol
A Tale of Two Cities
David Copperfield
Great Expectations
Dombey and Son
Hard Times
অ-উপন্যাসধর্মী কাজ:
American Notes
উৎস:
0
Updated: 1 month ago