"Isabella" and "Claudio" appear in which Shakespeare play?
A
The Tempest
B
Othello
C
Measure for Measure
D
Much Ado About Nothing
উত্তরের বিবরণ
Isabella এবং Claudio চরিত্র দুটি এসেছে William Shakespeare-এর নাটক Measure for Measure থেকে। এটি পাঁচ অঙ্কের একটি Dark Comedy, যা রচিত হয় প্রায় ১৬০৩–১৬০৪ সালে এবং ১৬২৩ সালের First Folio সংস্করণে প্রকাশিত হয়।
সারসংক্ষেপ
ভিয়েনার ডিউক Vincentio সাময়িকভাবে শাসনভার Angelo-কে অর্পণ করেন। Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে বিয়ে না করে গর্ভবতী করেছে। Claudio-র বোন Isabella, যিনি একজন novice nun, ভাইয়ের প্রাণভিক্ষা করতে Angelo-র কাছে যান। কিন্তু Angelo শর্ত দেন—Isabella যদি তার সতীত্ব বিসর্জন দেয়, তবে Claudio মুক্তি পাবে। Isabella রাজি হন না। এদিকে Duke ছদ্মবেশে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। শেষে সত্য প্রকাশিত হয়, Claudio বেঁচে যায়, Angelo-র ভণ্ডামি প্রকাশ পায়। নাটকের শেষে Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন এবং ন্যায়বিচারের মধ্য দিয়ে কাহিনি শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ
-
Isabella
-
Duke Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone ইত্যাদি
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে খ্যাত।
-
সর্বমোট ৩৭টি নাটক রচনা করেন।
শ্রেণিভুক্ত রচনাবলি
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet ইত্যাদি
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & Part II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III

0
Updated: 15 hours ago
Ralph Roister Doister is written by
Created: 1 week ago
A
Philip Sidney
B
Francis Bacon
C
Thomas Kyd
D
Nicholas Udall
Ralph Roister Doister
-
রচনা: Nicholas Udall।
-
ধরন: Comedy।
-
মূল কাহিনি: একজন ধনী widow, Christian Custance, যিনি Gawyn Goodluck-এর কাছে বাগদত্তা।
-
Ralph Roister Doister con-man-এর প্ররোচনায় Christian-এর প্রেমে আসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।
Nicholas Udall
-
English writer, playwright, translator এবং schoolmaster।
-
প্রথম রচনা: Ralph Roister Doister।
Notable Work
-
Ralph Roister Doister

0
Updated: 1 week ago
A metaphor is-
Created: 3 days ago
A
A comparison using “like” or “as”
B
A direct comparison without using “like” or “as”
C
Giving human qualities to non-human things
D
An exaggeration for effect
Metaphor (রূপকালংকার)
-
Definition:
A metaphor is a direct, implicit comparison between two unlike things without using “like” or “as”. It conveys similarity or symbolic meaning between two different objects, ideas, or concepts. -
Explanation:
-
যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয়, তাকে Metaphor বলা হয়।
-
সাধারণত, এই তুলনা এমন দুইটি জিনিসের মধ্যে করা হয় যা একই রকম বা সদৃশ নয়, কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ মিল বা ভাব থাকে।
-
-
Examples:
-
“Life is but a walking shadow.”
-
“The world is a stage.”
-
“Revenge is a wild justice.”
-
“He has a heart of stone.”
-
“All the world's a stage, And all the men and women merely players.”
-
-
Other related figures of speech:
-
Simile: A comparison using like or as.
-
Personification: Giving human qualities to non-human things.
-
Hyperbole: A figure of speech that exaggerates for effect.
-

0
Updated: 3 days ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago