• এই বিখ্যাত লাইনটি প্রতিপক্ষ চরিত্র ইয়াগো Othello-এর তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ওথেলোকে বলে। এটি প্রবল নাটকীয় ব্যঙ্গের মুহূর্ত, কারণ ইয়াগো ওথেলোর বিশ্বস্ত বন্ধু সেজে তাকে ঈর্ষার বিষয়ে সতর্ক করছে, অথচ সেই ঈর্ষার বীজ রোপণ ও লালন করেছে সে নিজেই। এ বক্তব্য নাটকটির মূল বিষয়বস্তুকেও তুলে ধরে।
"An exaggerated statement or an extreme overstatement" means -
A
Irony
B
Simile
C
Hyperbole
D
None
উত্তরের বিবরণ
উত্তর হবে Hyperbole। এটি এমন একটি অলঙ্কার যেখানে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা অতিশয়োক্তিমূলক বক্তব্য ব্যবহার করা হয়, যাতে আবেগ বা ভাবকে প্রবলভাবে ফুটিয়ে তোলা যায়। সাহিত্যে বিশেষ করে কমেডি ও প্রেমের কবিতাতে Hyperbole বহুল ব্যবহৃত। কখনো এটি হাসির উদ্রেক ঘটায়, আবার কখনো তীব্র সমালোচনা প্রকাশ করতেও ব্যবহৃত হয়।
Hyperbole
-
একটি exaggerated statement বা extreme overstatement।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে হাস্যরস সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনকে তীব্রভাবে প্রশংসা করতে Hyperbole প্রায়শই দেখা যায়।
-
এটি কখনো comic effect তৈরি করে, আবার কখনো serious criticism প্রকাশ করে।
উদাহরণ
-
William Wordsworth-এর Daffodils কবিতায়—
“Ten thousand saw I at a glance.”
এখানে কবি মুহূর্তেই হাজার হাজার ফুল দেখেছেন বলে অতিশয়োক্তি করেছেন।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Irony: এমন একটি অভিব্যক্তি যেখানে প্রকৃত অর্থ আড়ালে রাখা হয় বা উল্টোভাবে প্রকাশ করা হয়।
-
Simile: দুটি বস্তুকে তুলনা করার অলঙ্কার, যেখানে সাধারণত as বা like ব্যবহৃত হয়।

0
Updated: 15 hours ago
Related MCQ
Which Indian city serves as the main setting for A Passage to India?
Created: 1 week ago
A
Delhi
B
Chandrapore
C
Calcutta
D
Kerala
A Passage to India
-
লেখক: E. M. Forster
-
প্রকাশ: 1924, লেখকের অন্যতম শ্রেষ্ঠ কাজ
-
লেখা: ভারত ও আলেক্সান্দ্রিয়ার অবস্থানের প্রেক্ষাপটে
-
বিষয়: Racism, colonialism, এবং ব্রিটিশ ও ভারতীয়দের সম্পর্ক
-
প্রধান চরিত্র: Dr. Aziz এবং Adela Quested
E. M. Forster
-
British novelist, essayist, social ও literary critic
-
বিখ্যাত উপন্যাস: Howards End, A Passage to India
-
এছাড়া সমালোচনার বড়ো পরিমাণ কাজের জন্য পরিচিত

0
Updated: 1 week ago
"Come live with me and be my love, And we will all the pleasures prove"
Who wrote this extract?
Created: 3 days ago
A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 3 days ago
" O, beware, my lord, of jealousy; It is the green-ey'd monster, which doth mock The meat it feeds on"- quoted from?
Created: 1 week ago
A
Macbeth
B
Othello
C
King Lear
D
Hamlet

0
Updated: 1 week ago