The example of an Oxymoron is -
A
Studious Student
B
Bittersweet
C
Brilliant Student
D
Bright Sun
উত্তরের বিবরণ
উত্তর হবে Bittersweet। এটি এমন একটি অনুভূতি যা একই সাথে আনন্দ ও বেদনার মিশ্রণ প্রকাশ করে। যেমন—বিদায়ের মুহূর্তে পাওয়া আবেগ, যা দুঃখজনক হলেও স্মরণীয় ও মধুর হয়ে থাকে।
Oxymoron
-
দুটি পরস্পরবিরোধী বা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসিয়ে যখন একটি অর্থপূর্ণ সত্য প্রকাশ করা হয়, তখন তাকে Oxymoron বলে।
-
এটি এক ধরনের অলংকার, যেখানে বিপরীতার্থক শব্দ যুগল ব্যবহার করে বিশেষ আবেগ বা গভীর ভাব প্রকাশ করা হয়।
-
Paradox ও Oxymoron এর পার্থক্য হলো—Paradox একটি পূর্ণাঙ্গ বাক্য বা বিবৃতির মধ্যে বিরোধ প্রকাশ করে, আর Oxymoron কেবল দুটি শব্দের মধ্যে বিরোধ তৈরি করে।
উদাহরণ
-
W. B. Yeats-এর Easter 1916 কবিতায় বিখ্যাত Oxymoron দেখা যায়:
“All changed, changed utterly:
A terrible beauty is born.”
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Studious Student — এটি একটি সাধারণ শব্দজোড়া, কোনো বিরোধ নেই।
-
Brilliant Student — এটি কেবল একটি ইতিবাচক বিশেষণ ও বিশেষ্য, কোনো বৈপরীত্য নেই।
-
Bright Sun — স্বাভাবিক ও বাস্তবধর্মী বর্ণনা, বিরোধী ভাব প্রকাশ করে না।

0
Updated: 15 hours ago
"Come live with me and be my love, And we will all the pleasures prove"
Who wrote this extract?
Created: 3 days ago
A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 3 days ago
The statement “Brutus is an honourable man” in Shakespeare’s Julius Caesar is an example of:
Created: 3 days ago
A
Simile
B
Hyperbole
C
Literal statement
D
Irony
“Brutus is an honourable man” (Shakespeare’s Julius Caesar) হলো Irony এর একটি উদাহরণ।
-
Irony (বিদ্রূপ):
-
এটি ঘটে যখন একই পরিস্থিতি, ঘটনা, বাক্য বা উক্তির মধ্যে দুইটি বিপরীত অর্থ প্রকাশ পায়।
-
অনেক ক্ষেত্রে এটি প্রত্যাশা এবং বাস্তবতার পার্থক্য নির্দেশ করে।
-
বক্তৃতা জোরালো করার জন্য বা বিদ্রূপ প্রকাশ করতে বলা হয় এমন কিছু যা প্রকৃতপক্ষে বিপরীত অর্থ বহন করে।
-
উদাহরণ: Brutus প্রকৃতপক্ষে হত্যা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাই “honourable” বলা হলো বিদ্রূপ।
-
-
Other Figures of Speech for Comparison:
-
Simile (উপমা):
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, সাধারণত as বা like ব্যবহার করে।
-
উদাহরণ: She is as innocent as a lamb.
-
-
Hyperbole (অতিশয়োক্তি):
-
কোনো কিছুকে অত্যধিক বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা।
-
উদাহরণ: "Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
-
-
Literal Statement (আক্ষরিক বক্তব্য):
-
বাক্য যা ঠিক যেমন লেখা হয়েছে, তা অর্থ প্রকাশ করে, কোনো অঙ্গীকার বা গোপন অর্থ নেই।
-
উদাহরণ: “The sky is blue.”
-
-

0
Updated: 3 days ago
Which one is the final book in the Harry Potter series?
Created: 1 week ago
A
Harry Potter and the Philosopher’s Stone.
B
Harry Potter and the Goblet of Fire.
C
Harry Potter and the Deathly Hallows.
D
Harry Potter and the Half-Blood Prince.
Harry Potter and the Deathly Hallows
-
J.K. Rowling-এর Harry Potter সিরিজের শেষ বই
-
সিরিজের মূল চরিত্র: Harry Potter, Hermione Granger, Ron Weasley
-
গল্প: হ্যারি ও তার বন্ধুদের ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই
-
মূল থিম: বন্ধুত্ব, সাহসিকতা, আত্মত্যাগ
J.K. Rowling
-
পূর্ণ নাম: Joanne Kathleen Rowling (জন্ম 31 July 1965, Yate, England)
-
British author, Harry Potter সিরিজের স্রষ্টা
-
উক্তি: “We are only strong as we are united, as weak as we are divided.”
Harry Potter সিরিজের বইসমূহ
-
Philosopher’s Stone
-
Chamber of Secrets
-
Prisoner of Azkaban
-
Goblet of Fire
-
Order of the Phoenix
-
Half-Blood Prince
-
Deathly Hallows

0
Updated: 1 week ago