What is the meaning of "Connotation" in literature?
A
The indirect meaning of a word.
B
Literal meaning of a word
C
Rhyme scheme
D
A poetic meter
উত্তরের বিবরণ
Connotation বলতে বোঝানো হয় কোনো শব্দের পরোক্ষ বা গৌণ অর্থ—অর্থাৎ শব্দের আক্ষরিক অর্থ ছাড়াও এর সাথে যুক্ত অতিরিক্ত অনুভূতি, ধারণা বা প্রতীকী তাৎপর্য। সাহিত্যে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল, কারণ এর মাধ্যমে লেখক শব্দের মাধ্যমে গভীরতর আবেগ বা অর্থ প্রকাশ করেন।
Connotation
-
একটি শব্দের indirect meaning বা পরোক্ষ তাৎপর্য বোঝায়।
-
শব্দ ব্যবহারের সময় তার আক্ষরিক অর্থের বাইরে যে অতিরিক্ত অর্থ বা আবেগ সৃষ্টি হয়, সেটিই connotation।
-
এটি শব্দের সাথে যুক্ত suggestion, association বা implied significance প্রকাশ করে।
-
অন্যভাবে বলা যায়, connotation হলো সেই অনুভূতি বা ধারণা যা শব্দটি পাঠকের মনে জাগায়।
উদাহরণ
-
Home শব্দের আক্ষরিক অর্থ হলো একটি বসবাসের জায়গা বা ছাদযুক্ত ঘর।
-
কিন্তু এর connotative অর্থ হতে পারে শান্তি, ভালোবাসা, নিরাপত্তা, পরিবারিক বন্ধন ইত্যাদি।
0
Updated: 1 month ago
In life, one should always adhere ___ one's plan.
Created: 1 month ago
A
with
B
of
C
to
D
in
• Correct Answer: গ) to
Analysis of the sentence:
-
Complete sentence: In life, one should always adhere to one's plan.
-
Explanation:
-
"Adhere" means to stick firmly to or follow something.
-
This verb is always followed by the preposition "to".
-
Incorrect options like "adhere with," "adhere of," or "adhere in" are grammatically wrong.
-
Correct usage: adhere to one's plan → মানে “পরিকল্পনায় দৃঢ় থাকা”।
-
0
Updated: 1 month ago
Who is known as the Graveyard Poet?
Created: 2 months ago
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.
0
Updated: 2 months ago
The feminine gender of 'Colt' is:
Created: 2 months ago
A
Goat
B
Calf
C
Filly
D
Bitch
Feminine Gender of ‘Colt’
• Answer:
-
Colt (Masculine gender) → Filly (Feminine gender)
• Colt (Masculine gender)
-
English Meaning: A young male horse; a male foal
-
Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ
• Filly (Feminine gender)
-
Bangla Meaning: বাচ্চা ঘোটকী
• Other Examples:
-
Goat (Common gender) — ছাগল
-
He-goat / Billy-goat: পাঁঠা; ছাগ
-
She-goat / Nanny-goat: ছাগি
-
-
Calf (Common gender) — বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক
-
Bull calf: ষাঁড় বাছুর
-
Cow calf: গরু/স্ত্রী বাছুর
-
-
Bitch (Feminine gender) — স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী
-
Masculine gender: Dog
-
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago