Pygmalion is written by -
A
George Bernard Shaw
B
Charles Dickens
C
Rudyard Kipling
D
Oscar Wilde
উত্তরের বিবরণ
Pygmalion হলো George Bernard Shaw রচিত পাঁচ অঙ্কের একটি রোমান্টিক নাটক। এটি প্রথমে ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় মঞ্চস্থ হয় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন। নাটকটির মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
-
লেখক: George Bernard Shaw (1856–1950), একজন আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Shaw কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
তার সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে পরবর্তীতে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
Caesar and Cleopatra
-
The Devil’s Disciple
-
Mrs. Warren’s Profession
-
The Doctor’s Dilemma
উৎস:

0
Updated: 15 hours ago
Choose the correct sentence:
Created: 1 week ago
A
We elected him the chairman.
B
We elected him chairman.
C
We elected him as chairman.
D
We elected him to be chairman.
English
English Grammar
English Literature
Object Pronouns
Right Form of Verbs
No subjects available.
সঠিক উত্তর: খ) We elected him chairman
Grammar Rule: Complement-এর আগে "the" ব্যবহার না করা
-
কিছু verbs যেমন select, elect, appoint, make, nominate, crown এর পর object-এর complement-এর আগে article "the" সাধারণত বসে না।
উদাহরণ:
-
Incorrect: We elected him the chairman.
-
Correct: We elected him chairman
-
Incorrect: They selected me the captain
-
Correct: They selected me captain
তবে নির্দিষ্ট অর্থে "the" ব্যবহার করা যায়:
We made him the chairman of the meeting
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা
-
ক) We elected him the chairman:
-
Grammar অনুযায়ী এখানে "the" অপ্রয়োজনীয়।
-
-
গ) We elected him as chairman:
-
"Elect + object + as + complement" গঠন standard ইংরেজিতে ভুল।
-
-
ঘ) We elected him to be chairman:
-
"To be" phrase ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব।
-
উৎস: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
They wanted to make lemonade, but ________.
Created: 2 weeks ago
A
they didn’t have much sugar
B
they hadn’t many sugar
C
there was not too many sugar
D
there was not a great amount of sugar
Complete Sentence:
They wanted to make lemonade, but they didn’t have much sugar.
Bangla Translation:
তারা লেমনেড বানাতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে বেশি চিনি ছিল না।
বিকল্পগুলোর ভুল কারণ:
-
they hadn’t many sugar
-
‘hadn’t many’ শুধুমাত্র countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
Sugar হলো uncountable noun, তাই এটি ভুল।
-
-
there was not too many sugar
-
“too many” countable noun-এর জন্য ব্যবহৃত হয়, sugar uncountable।
-
এছাড়া, “there was” singular, কিন্তু “many sugar” countable-এর সঙ্গে মেলেনি।
-
-
there was not a great amount of sugar
-
“great amount” সাধারণত বড় পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়।
-
এই ক্ষেত্রে এটি উপযুক্ত নয়।
-
সঠিক ব্যবহার: much + uncountable noun → much sugar

0
Updated: 2 weeks ago
W. B. Yeats is a/an ______ Poet.
Created: 16 hours ago
A
American
B
Irish
C
Scottish
D
English
W. B. Yeats ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার, যিনি আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি প্রথম আইরিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
Yeats ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তাঁর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও গৌরব তাঁর কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে।
-
তিনি Abbey Theatre (Irish National Theatre Society) প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:

0
Updated: 16 hours ago