Identify the author of the quote:
"Books, the children of the brain."
A
William Wordsworth
B
Alexander Pope
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
উত্তর হবে Jonathan Swift। উক্তিটি তাঁর রচনা A Tale of a Tub থেকে নেওয়া হয়েছে।
A Tale of a Tub
-
এটি ১৬৯৬ থেকে ১৬৯৯ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে।
-
তিন খণ্ডে বিভক্ত এই সাহিত্যকর্মটিকে Swift-এর প্রথম প্রধান রচনা হিসেবে ধরা হয়।
-
এটি ছিল সাহিত্য ও ধর্মকে উগ্র পাণ্ডিত্যের হাত থেকে রক্ষার এক প্রাণবন্ত রচনা।
-
তাঁর সকল ব্যঙ্গরচনার মধ্যে এটিই প্রথম এবং সবচেয়ে কঠিন বলে বিবেচিত।
Jonathan Swift
-
তিনি একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ Satirist হিসেবে খ্যাত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত রচনা হলো Gulliver’s Travels, যা ১৮শ শতাব্দীর একটি প্রসিদ্ধ ব্যঙ্গরচনা।
-
Gulliver’s Travels মোট চার খণ্ডে বিভক্ত।
-
তিনি প্রায়ই Isaac Bickerstaff নামে ছদ্মনাম ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of Books
-
A Tale of a Tub (Prose Satire)
-
A Modest Proposal (Satiric Essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (চিঠির সংকলন)
বিখ্যাত কিছু উক্তি
-
“Every man desires to live long, but no man wishes to be old.”
-
“Books, the children of the brain.”
-
“Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.”
-
“We are so fond of one another because our ailments are the same.”
0
Updated: 1 month ago
The synonym of the word "Jeopardy" is -
Created: 1 month ago
A
Danger
B
Prosperity
C
Happiness
D
Security
Jeopardy (Noun)
-
English Meaning: The state of being in danger of harm, loss, or destruction.
-
Bangla Meaning: বিপদ; ঝুঁকি; ক্ষতি।
Synonyms:
-
Peril – বিপদ।
-
Hazard – ঝুঁকি।
-
Risk – ঝুঁকি বা সম্ভাব্য ক্ষতি।
Antonyms:
-
Safety – নিরাপত্তা।
-
Security – সুরক্ষা; নিরাপত্তা।
-
Protection – রক্ষা; সুরক্ষা।
উল্লিখিত অপশনগুলো:
-
Danger – বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
-
Prosperity – সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য।
-
Happiness – সুখ, আনন্দ, সন্তুষ্টি।
-
Security – নিরাপত্তা, নিরাপদতা।
Example Sentences:
-
His careless actions put the entire project in jeopardy.
-
The hikers were in jeopardy when a storm suddenly hit the mountains.
Source:
0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 2 months ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 2 months ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago