Nineteen Eighty-four is written by -
A
Aldous Huxley
B
George Orwell
C
Ray Bradbury
D
J.R.R. Tolkien
উত্তরের বিবরণ
Nineteen Eighty-Four হলো George Orwell রচিত একটি বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। কাহিনীর পটভূমি গড়ে উঠেছে Oceania নামক এক কর্তৃত্ববাদী রাষ্ট্রে, যেখানে স্বাধীন চিন্তা ও বাক স্বাধীনতার কোনো স্থান ছিল না।
-
রাষ্ট্রীয় সরকার জনগণকে ব্রেইনওয়াশ করে এবং সমালোচনা বা ভিন্নমত সম্পূর্ণভাবে দমন করত।
-
সরকারের মূল স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” এবং “Ignorance is strength।”
-
কেন্দ্রীয় চরিত্র Winston Smith সরকারী দায়িত্বে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস রচনায় নিযুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে সে সত্য উদঘাটনে আগ্রহী হয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে।
-
Winston, Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে এবং তারা একসাথে গোপনে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত হয়। তবে সরকারের কড়া নজরদারির কারণে তারা ধরা পড়ে।
-
শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে গ্রেফতার হয়ে তারা সংশোধনাগারে পাঠানো হয়।
Important Terms from the Novel:
-
Newspeak
-
Big Brother
-
Thought Police
George Orwell (1903–1950):
-
প্রকৃত নাম: Eric Arthur Blair।
-
জন্ম: ব্রিটিশ ভারতে।
-
তাঁর উল্লেখযোগ্য দুই উপন্যাস হলো Animal Farm এবং Nineteen Eighty-Four।
Famous Works:
Novels:
-
Animal Farm (1945 – a fairy story)
-
Nineteen Eighty-Four
-
Burmese Days
-
Coming Up for Air
Stories/Essays:
-
Shooting an Elephant
-
A Hanging
Source:
0
Updated: 1 month ago
Which word is an antonym of "neophyte"?
Created: 1 month ago
A
Novice
B
Veteran
C
Compliant
D
Apprentice
Neophyte একটি noun, যা বোঝায় এমন ব্যক্তি যিনি সম্প্রতি কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এখনও শিখছেন বা অভিজ্ঞ নন। এটি সাধারণত নবদীক্ষিত বা শিক্ষানবিস বোঝাতে ব্যবহৃত হয়।
-
Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it
Bangla Meaning: নবদীক্ষিত; কোনো ধর্মমতে অধুনা দীক্ষিত ব্যক্তি; শিক্ষানবিস -
Correct Answer: খ) Veteran (বিপরীত অর্থে)
-
Synonyms: Beginner (নবিশ; অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক), Apprentice (আনাড়ি), Amateur (অপেশাদার)
-
Antonyms: Expert (বিশেষজ্ঞ), Master (দক্ষ), Professional (পেশাগত), Veteran (অভিজ্ঞ), Maestro (উস্তাদ), Ace (সেরা ব্যক্তি)
-
Other Option: Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত)
-
Example Sentences:
-
The actual English teaching that gets done in this situation may be minimal, while the neophyte teacher is busy struggling for survival.
-
Neophytes are assigned an experienced church member to guide them through their first year.
-
-
Source:
0
Updated: 1 month ago
Who wrote the play The Alchemist?
Created: 1 month ago
A
Paulo Coelho
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Webster
The Alchemist (Play)
-
লেখক: Ben Jonson
-
ধরন: Play / Comedy
-
সংখ্যা: ৫ অ্যাক্টের নাটক
-
প্রকাশের সাল: ১৬১২
-
বিষয়বস্তু:
-
Lovewit লন্ডনের বাড়ি ছেড়ে গেলে তার চতুর চাকরী Face সেখানে নানা ছলচাতুরি শুরু করে।
-
নাটকটি deception (প্রতারণা) এবং schemes-এর উপর কেন্দ্রীভূত।
-
Ben Jonson
-
ইংরেজি Stuart যুগের নাট্যকার, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Every Man in His Humour
-
Volpone
-
Epicoene; or, The Silent Woman
-
The Alchemist
-
Bartholomew Fair (1614)
দ্রষ্টব্য: Paulo Coelho-এর “The Alchemist” একটি সম্পূর্ণ ভিন্ন inspirational novel, যা ১৯৮৮ সালে প্রকাশিত।
Source: Britannica
0
Updated: 1 month ago
Volpone by Ben Jonson is a-
Created: 1 month ago
A
five-act comedy
B
three-act tragedy
C
three-act comedy
D
five-act tragedy
Volpone – Five-Act Comedy by Ben Jonson
১. Volpone সম্পর্কে
-
প্রকাশিত: ১৬০৭
-
ধরণ: Five-act Comedy
-
ধরনের ফিকশন: Beast Fable
-
Beast Fable হলো প্রোজ/ভার্সে লেখা ছোট গল্প বা কাহিনি, যা সাধারণত কোনো নৈতিক শিক্ষা (moral) প্রদান করে।
-
গল্পে প্রাণী চরিত্রগুলোকে মানুষের মতো উপস্থাপন করা হয় এবং মানুষের সমস্ত অনুভূতি ও উদ্দেশ্য প্রতিফলিত হয়।
-
-
মূল বিষয়:
-
Volpone (“Fox”), একজন ধনী ভেনিসীয়, উত্তরাধিকারী না থাকায় ধনী হওয়ার জন্য লোভের উপর খেলা রচনা করেন।
-
২. গুরুত্বপূর্ণ চরিত্র
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
৩. লেখক: Ben Jonson (1572–1637)
-
English Stuart dramatist, lyric poet, literary critic
-
পরিচিতি: Father of Comedy of Humours
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
0
Updated: 1 month ago