W. B. Yeats is a/an ______ Poet.
A
American
B
Irish
C
Scottish
D
English
উত্তরের বিবরণ
W. B. Yeats ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার, যিনি আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি প্রথম আইরিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
Yeats ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তাঁর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও গৌরব তাঁর কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে।
-
তিনি Abbey Theatre (Irish National Theatre Society) প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "perennial"?
Created: 1 month ago
A
Obsolete
B
Magnify
C
Impulsive
D
Everlasting
Perennial একটি adjective, যা বোঝায় কোনো বিষয় দীর্ঘস্থায়ী বা বারবার ঘটতে থাকা। এটি গাছপালা, পছন্দ বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যা সময়ের সঙ্গে ধ্রুব বা পুনরাবৃত্তি হয়।
-
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time
Bangla Meaning: (১) বারোমেসে, (২) দীর্ঘস্থায়ী, (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন -
Correct Answer: ঘ) Everlasting
-
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)
-
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)
-
Other Forms:
-
Perennially (adverb): স্থায়ীভাবে
-
-
Other Options:
-
Impulsive (আবেগপ্রবণ)
-
Magnify (বড় করা)
-
-
Example Sentences:
-
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
-
This variety of oregano is perennial.
-
-
Source:
0
Updated: 1 month ago
Plural form of 'Axis' -
Created: 2 months ago
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago
Which famous philosopher is credited with the quote about a wise man creating opportunities?
Created: 3 weeks ago
A
Francis Bacon
B
John Locke
C
Thomas Hobbes
D
G. B. Shaw
Francis Bacon ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী এবং বিজ্ঞানী, যিনি জ্ঞান, ন্যায় এবং প্রায়োগিক চিন্তার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাঁর দর্শনে সফলতা এবং অগ্রগতি ব্যক্তির প্রয়াস, বিচক্ষণতা এবং উদ্ভাবনী ক্ষমতার উপর নির্ভরশীল। তাঁর একটি বিখ্যাত উক্তি হলো: “A wise man will make more opportunities than he finds”, যা বোঝায় যে জ্ঞানী মানুষ কেবল সুযোগের অপেক্ষা করেন না, বরং নিজে থেকেই সুযোগ সৃষ্টি করেন। তাই Bacon কেবল তাত্ত্বিক নয়, বাস্তবমুখী দার্শনিক হিসেবেও পরিচিত।
• Francis Bacon (1561–1626):
-
তিনি Jacobean যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও দার্শনিক।
-
পূর্ণ নাম: Francis Bacon, Viscount Saint Alban, এবং তিনি Sir Francis Bacon নামেও পরিচিত।
-
Bacon একজন English philosopher, statesman, scientist, jurist, orator, essayist এবং author ছিলেন।
-
তিনি 1618–1621 পর্যন্ত England-এর Lord Chancellor পদে নিযুক্ত ছিলেন।
-
তাকে natural philosopher হিসেবেও সম্মানিত করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
-
The Essays
-
Advancement of Learning
-
The New Atlantis
• Francis Bacon-এর বিখ্যাত উক্তি:
-
“It is as natural to die as to be born; and to a little infant, perhaps, the one is as painful as the other.”
-
“There is no excellent beauty that hath not some strangeness in the proportion.”
-
“All rising to great place is by a winding stair.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.”
-
“For knowledge, too, is itself power.”
-
“It is impossible to love and be wise.”
-
“A wise man will make more opportunities than he finds.”
-
“Revenge is a kind of wild justice.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”
• বিখ্যাত Essays:
-
Of Revenge
-
Of Studies
-
Of Marriage and Single Life
-
Of Love
-
Of Friendship
-
Of Truth
সঠিক উত্তর: ক) Francis Bacon
0
Updated: 3 weeks ago