What is a common theme in Elegy?
A
Celebration of nature
B
The triumph of love
C
The glory of war
D
The mourning for death
উত্তরের বিবরণ
Elegy হলো এক ধরনের গীতিকবিতা, যার মূল উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা বা কোনো মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করা। সাধারণত এতে গভীর ভাবগাম্ভীর্য থাকে এবং এটি ধীর ও শোকপূর্ণ সুরে লেখা হয়।
-
সংজ্ঞা: A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called Elegy.
-
এটি প্রিয়জনের মৃত্যুর শোক প্রকাশ দিয়ে শুরু হয়।
-
সাধারণত এর প্রকৃতি meditative এবং স্বরভঙ্গি grave হয়।
-
সমাপ্তিতে বক্তা প্রায়ই সান্ত্বনা ও শান্তনা খোঁজার চেষ্টা করেন।
English literature-এর বিখ্যাত elegy:
-
In Memoriam — Alfred Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
Lycidas (John Milton):
-
এটি একটি শোকগাথা, যা কবি তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজডুবিতে মৃত্যুর প্রেক্ষিতে রচনা করেছিলেন।
অতএব, Elegy কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মৃত্যু, হারানো এবং জীবনের ক্ষণস্থায়ীতার ওপর গভীর দার্শনিক চিন্তাধারার প্রতিফলনও ঘটায়।
Source:
0
Updated: 1 month ago
"Charms strike the sight, but merit wins the soul." is taken from-
Created: 2 weeks ago
A
In Memoriam
B
The Rape of the Lock
C
Queen Mab
D
Don Juan
“Charms strike the sight, but merit wins the soul.” এই লাইনটি Alexander Pope রচিত বিখ্যাত ‘The Rape of the Lock’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
-
‘The Rape of the Lock’ রচনা করেছেন Alexander Pope।
-
এটি একটি mock-heroic epic।
-
কবিতাটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক রচনা।
-
এটি Heroic couplets ব্যবহার করে লেখা হয়েছে।
-
এই কবিতার অন্যতম বিখ্যাত লাইন হলো “Charms strike the sight, but merit wins the soul.”
Alexander Pope (1688–1744):
-
তিনি Neo-Classical Period-এর ‘Augustan Age’-এর একজন poet ও satirist।
-
তাঁর নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে ‘Age of Pope’।
-
তিনি পরিচিত ‘Mock-Heroic Poet’ নামে।
-
তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বুদ্ধিদীপ্ত সাহিত্যিক।
-
তিনি গ্রিক কবি Homer-এর মহাকাব্য ‘The Iliad’ ও ‘The Odyssey’ ইংরেজিতে অনুবাদ করেন।
Some of His Famous Quotes:
-
“Fools rush in where angels fear to tread.”
-
“A little learning is a dangerous thing.”
-
“Blessed is he who expects nothing, for he shall never be disappointed.”
-
“To err is human, to forgive, divine.”
-
“An honest man is the noblest work of God.”
-
“Charms strike the sight, but merit wins the soul.”
-
“The proper study of mankind is man.”
-
“Hope springs eternal in the human breast; Man never is, but always to be blest.”
Notable Works:
-
The Rape of the Lock
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor
-
An Epistle to Dr. Arbuthnot
-
The Imitation of Horace
অন্যদিকে,
-
In Memoriam হলো Alfred, Lord Tennyson-এর রচনা, যা তাঁর ঘনিষ্ঠ বন্ধু Arthur Henry Hallam-এর স্মৃতিতে লেখা একটি long elegy।
-
Queen Mab হলো Percy Bysshe Shelley-এর লেখা একটি long, radical philosophical poem।
-
Don Juan হলো Lord Byron-এর লেখা একটি long, satirical epic poem।
0
Updated: 2 weeks ago
What is The Rape of the Lock about?
Created: 2 months ago
A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।
0
Updated: 2 months ago
Choose the best option.
The artist was known for her __________ use of color, always experimenting with new and unexpected combinations.
Created: 3 weeks ago
A
innovative
B
conventional
C
redundant
D
monochrome
Complete Sentence: The artist was known for her innovative use of color, always experimenting with new and unexpected combinations।
-
Option Analysis:
-
ক) innovative (নতুন ও সৃজনশীল)
-
মানে: কিছু নতুন, মৌলিক বা সৃজনশীল উপায়ে করা
-
উদাহরণ: "Her innovative designs changed the fashion industry."
-
এটি প্রশ্নে উল্লিখিত “experimenting with new and unexpected combinations” বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়
-
-
খ) conventional (প্রথাগত / প্রচলিত)
-
মানে: প্রচলিত বা সাধারণভাবে গৃহীত পদ্ধতি বা চিন্তা
-
উদাহরণ: "He followed a conventional recipe for the cake."
-
‘নতুন ও অপ্রত্যাশিত’ ধারণার সঙ্গে বিপরীত, তাই সঠিক নয়
-
-
গ) redundant (অতিরিক্ত / অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি)
-
মানে: অপ্রয়োজনীয়ভাবে পুনরাবৃত্ত বা অতিরিক্ত
-
উদাহরণ: "His speech was redundant and repetitive."
-
নেতিবাচক অর্থ বহন করে এবং শিল্পীর সৃজনশীল বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহারযোগ্য নয়
-
-
ঘ) monochrome (এক রঙের বা সীমিত রঙের ব্যবহার)
-
মানে: একক রঙের বা রঙের সীমিত ব্যবহার
-
উদাহরণ: "The painting was entirely in monochrome."
-
‘new and unexpected combinations’ বৈশিষ্ট্যের পরিপন্থী, কারণ monochrome রঙের বৈচিত্র্য এড়ায়
-
-
-
সঠিক উত্তর: ক) innovative
-
কারণ: শিল্পী সবসময় নতুন এবং অপ্রত্যাশিত রঙের সংমিশ্রণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন, যা একমাত্র innovative শব্দের সঙ্গে পুরোপুরি মানানসই
-
0
Updated: 3 weeks ago