What was the real name of Victorian novelist George Eliot?
A
George Robbert Gissing
B
Emily Bronte
C
Elizabeth Barrett Browning
D
Mary Ann Evans
উত্তরের বিবরণ
George Eliot ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক, যার আসল নাম Mary Ann Evans। তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন এবং 19th century-এর একজন প্রভাবশালী লেখক ছিলেন।
-
জন্ম ও মৃত্যু: জন্ম 22 নভেম্বর 1819, Chilvers Coton, Warwickshire, England; মৃত্যু 22 ডিসেম্বর 1880, London।
-
তিনি একজন Victorian writer।
-
ছদ্মনাম: George Eliot
প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
The Mill on the Floss
-
Scenes of Clerical Life
-
Adam Bede
-
Silas Marner
-
Romola
-
Middlemarch
উৎস:

0
Updated: 15 hours ago
Which of the following is written by Jane Austen?
Created: 1 week ago
A
Wuthering Heights
B
Mansfield Park
C
David Copperfield
D
Jane Eyre
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
ধরন: English Novel, সামাজিক ও নৈতিক উপন্যাস
-
মূল বিষয়:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Fanny Price
-
Fanny একটি দরিদ্র পরিবার থেকে আসে এবং ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠানো হয়।
-
শুরুতে পরিবারের সদস্যরা তাকে রুঢ় আচরণ করে, কিন্তু তার নৈতিকতা ও দৃঢ় ব্যক্তিত্ব শেষ পর্যন্ত সকলকে মুগ্ধ করে।
-
শেষে Fanny Price Edmund Bertram-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
-
Jane Austen
-
জাতীয়তা: English
-
বিশেষত্ব: সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও চরিত্রচর্চার মাধ্যমে উপন্যাসকে আধুনিক রূপ দিয়েছেন।
-
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস:
-
Wuthering Heights — Emily Bronte
-
David Copperfield — Charles Dickens
-
Jane Eyre — Charlotte Bronte
Source: Britannica

0
Updated: 1 week ago
Fill in the gap with the right tense:
If you ___ metal, it expands.
Created: 3 weeks ago
A
will heat
B
heats
C
heat
D
heated
Zero Conditional
• Complete Sentence:
-
English: If you heat metal, it expands.
-
Bangla: যদি তুমি ধাতু গরম কর, তা বৃদ্ধি পায়।
• Explanation:
-
Zero Conditional সাধারণত ব্যবহার করা হয়:
-
চিরন্তন/সাধারণ সত্য প্রকাশ করতে
-
বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বোঝাতে
-
-
এই ক্ষেত্রে দুটি clause Present Indefinite Tense-এ থাকে।
• Structure of Zero Conditional:
-
If + Present Simple, Present Simple
• Example Explanation:
-
প্রশ্নোক্ত বাক্যটি একটি বৈজ্ঞানিক সত্য।
-
তাই সঠিক ফর্ম: heat
• Conditional Sentence Components:
-
Condition / শর্ত — যদি ধাতু গরম হয়
-
Consequence / ফলাফল — তা বৃদ্ধি পায়
• Types of Conditional Sentences:
-
Zero Conditional
-
First Conditional
-
Second Conditional
-
Third Conditional

0
Updated: 3 weeks ago
It is important that she follows the instructions carefully.
Created: 6 days ago
A
important
B
instructions
C
follows
D
carefully
• The error is — গ) follows
• Correct sentence:
It is important that she follow the instructions carefully.
-
Bangla: তার জন্য নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
• Present Subjunctive:
-
চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে subordinate clause-এ verb-এর base form ব্যবহার করা হয়।
-
Formal English-এ, "It is important that...", "advised", "necessary", "recommended", "urgent", "obligatory", "required", "imperative", "mandatory", "proposed", "suggested" ইত্যাদি adjectives-এর পরে subjunctive mood ব্যবহার করা হয়।
-
Structure: It + be (any tense) + adjective + that + subject + simple verb (base form)
-
Negative ক্ষেত্রে verb-এর base form-এর আগে শুধু not বসবে; verb-এর সাথে কোনো -s/-es/-ed/-ing/-d/-t যুক্ত হবে না।
-
Be-verb থাকলে শুধু be বসবে।
-
American English-এ should ব্যবহার হয় না; British English-এ should + base form ব্যবহার হতে পারে।
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain

0
Updated: 6 days ago