Diction refers to -
A
The structure of sentences in a literary work
B
The setting of a story
C
The selection of words in writing or speech
D
The tone of a story
উত্তরের বিবরণ
Diction বলতে বোঝায় লেখালেখি বা বক্তৃতায় ব্যবহৃত শব্দচয়নের ধরণ। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব শব্দ নির্বাচনের ভঙ্গি থাকে, যা তার লেখার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
-
সংক্ষেপে: Diction is the selection of words in writing or speech.
-
একজন লেখক বা বক্তা তার ভাব প্রকাশের জন্য যেসব শব্দ ও বাক্যাংশ বেছে নেন, তাই তার diction।
-
উদাহরণ:
-
John Milton তার রচনায় প্রায়শই bombastic, unusual, allusive এবং latinized শব্দ ব্যবহার করেছেন।
-
অন্যদিকে George Orwell তার লেখায় simple, lucid এবং common শব্দ ব্যবহার করেছেন, যা পাঠকদের কাছে সহজবোধ্য।
-
অতএব, সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনার জন্য যে বিশেষ শব্দচয়ন করেন, সেটিই তাদের diction নামে পরিচিত।
Source:
0
Updated: 1 month ago
Choose the correct sentence from the options below:
Created: 1 month ago
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-
0
Updated: 1 month ago
What is the antonym of the word "Impudent"?
Created: 1 month ago
A
Fabricate
B
Respectful
C
Merciless
D
Obscure
• Correct Answer: Respectful
Explanation:
-
Impudent মানে হলো ধৃষ্ট বা প্রগল্ভ, অর্থাৎ অন্যের প্রতি অসম্মানজনক বা নির্লজ্জ।
-
এর Antonym হলো Respectful, যা অন্যের প্রতি সশ্রদ্ধ বা ভদ্র আচরণ বোঝায়।
Other options:
-
ক) Fabricate: নির্মাণ বা তৈরি করা; অর্থাৎ কোনো কিছু বানানো।
-
গ) Merciless: ক্ষমাহীন, নির্দয়; Impudent-এর বিপরীত নয়।
-
ঘ) Obscure: অস্পষ্ট বা অন্ধকারময়; Impudent-এর সাথে সম্পর্ক নেই।
0
Updated: 1 month ago
Who is the Jewish moneylender in the play 'The Merchant of Venice'?
Created: 1 month ago
A
Antonio
B
Bassanio
C
Shylock
D
Portia
The Merchant of Venice হলো William Shakespeare রচিত একটি comedy, যা পাঁচটি অঙ্কে(five acts) বিভক্ত। এটি প্রায় **১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
সারসংক্ষেপ:
-
কাহিনীর কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন ব্যবসায়ী Antonio।
-
Antonio-এর জরুরি অর্থের প্রয়োজনে তাকে Shylock থেকে ঋণ নিতে হয়।
-
Shylock শর্ত রাখে, যদি Antonio নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করতে না পারে, তবে তার শরীর থেকে এক পাউন্ড গোশত কেটে নেওয়া হবে।
-
Antonio সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। তবে বন্ধুরা সাহায্যে এসে বিষয়টি বিচারকের কাছে পৌঁছায়।
-
শেষ পর্যন্ত Shylock-এর শাস্তি হয়; তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
মূল চরিত্রসমূহ:
-
Antonio (Venice-এর একজন merchant)
-
Shylock (Jewish moneylender)
-
Portia
-
Bassanio
-
Jessica
কিছু উল্লেখযোগ্য উক্তি:
-
"All that glitters is not gold."
-
"The devil can cite Scripture for his purpose."
-
"It is a wise father that knows his own child."
-
"But love is blind, and lovers cannot see."
উৎস:
0
Updated: 1 month ago