Pun is -
A
A long descriptive passage
B
A type of metaphor
C
A narrative technique
D
A play on words that have similar sounds but different meanings
উত্তরের বিবরণ
Pun (Paronomasia) হলো শব্দের চতুর ও মজার ব্যবহার, যেখানে একই শব্দ বা মিলধ্বনিসম্পন্ন শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাহিত্যে এটি প্রায়শই শব্দখেলা বা রস সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে বলা যায়: A pun is a play upon words which are similar in sound but different in meaning.
-
এর মাধ্যমে একই শব্দে একাধিক অর্থ প্রকাশ করা হয়, যা কখনও রসাত্মক, কখনও ব্যঙ্গাত্মক প্রভাব সৃষ্টি করে।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের রচনা এমনকি রচনার শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস A Farewell to Arms–এ Arms শব্দটি দ্ব্যর্থক অর্থে ব্যবহার হয়েছে—
-
একদিকে যুদ্ধ/অস্ত্র বোঝাচ্ছে,
-
অন্যদিকে প্রেমিকার হাত বোঝাচ্ছে।
-
অতএব, Pun হলো সাহিত্যিক অলংকারের একটি বিশেষ রূপ, যা পাঠকের মনে ভাষার সৌন্দর্য ও কৌতুকের ভিন্ন মাত্রা যোগ করে।
Source:
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
No sooner have they started the meeting than the fire alarm went off.
B
No sooner had they started the meeting than the fire alarm had went off.
C
No sooner had they started the meeting then the fire alarm went off.
D
No sooner had they started the meeting than the fire alarm went off.
Complete sentence: No sooner had they started the meeting than the fire alarm went off।
-
Bangla Meaning: মিটিং শুরু হতেই ফায়ার এলার্মটা বাজতে লাগল।
-
No sooner…than হলো একটি correlative conjunction যা "করতে না করতেই / হতে না হতেই" অর্থ প্রকাশ করে।
Structure:
-
No sooner had + subject + verb (past participle) + than + subject + verb (past tense)
নিয়মাবলী:
-
No sooner ব্যবহার করলে পরবর্তী অংশ শুরু হয় than দিয়ে (not then)।
-
Hardly had বা Scarcely had ব্যবহার হলে পরবর্তী অংশ শুরু হয় when দিয়ে।
উদাহরণ:
-
No sooner had she arrived at the station than the train departed.
-
No sooner had I finished my homework than the phone rang.
-
No sooner had we left the house than it began to rain.
0
Updated: 4 weeks ago
Choose the time frame of the Modern Period.
Created: 1 month ago
A
1901 - 1939
B
1901 - 1950
C
1801 - 1939
D
1901 - 1920
✦ The Modern Period (1901–1939)
Time Frame
-
1901 থেকে 1939 পর্যন্ত সময়কাল।
-
শুরু: 1901, Queen Victoria এর মৃত্যু দিয়ে।
-
সমাপ্তি: 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সূচনায়।
Characteristics
-
Modernism হলো কেবল সাহিত্যিক ঘটনা নয়; এটি অনেক ধরনের European art forms-কে অন্তর্ভুক্ত করে, বিশেষ করে ইংল্যান্ডে।
Sub-Periods
-
The Edwardian Period (1901–1910)
-
The Georgian Period (1910–1939)
✦ English Literature Periods and Their Sub-Ages
-
The Old English Period (450–1066)
-
The Middle English Period (1066–1500)
-
i) The Anglo-Norman Period
-
ii) The Age of Chaucer
-
-
The Renaissance Period (1500–1660)
-
i) Elizabethan Period (1558–1603)
-
ii) Jacobean Period (1603–1625)
-
iii) Caroline Period (1625–1649)
-
iv) Commonwealth Period (1649–1660)
-
-
The Neoclassical Period (1660–1785)
-
i) The Restoration Period (1660–1700)
-
ii) The Augustan Period (1700–1745)
-
iii) The Age of Sensibility (1745–1785/1798)
-
-
The Romantic Period (1798–1832)
-
The Victorian Period (1832–1901)
-
i) The Pre-Raphaelites (1848–1860)
-
ii) Aestheticism & Decadence (1880–1901)
-
-
The Modern Period (1901–1939)
-
Sub-Periods:
-
The Edwardian Period (1901–1910)
-
The Georgian Period (1910–1939)
-
-
Significance: One of the most important literary periods in English literature.
-
-
The Post-Modern Period (1939–present)
0
Updated: 1 month ago
The correct antonym of “Bombastic” is -
Created: 1 month ago
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary
0
Updated: 1 month ago