Nineteen Eighty-four is written by -
A
Aldous Huxley
B
George Orwell
C
Ray Bradbury
D
J.R.R. Tolkien
উত্তরের বিবরণ
Nineteen Eighty-Four হলো George Orwell রচিত একটি বিখ্যাত ডিস্টোপিয়ান উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে। কাহিনীর পটভূমি গড়ে উঠেছে Oceania নামক এক কর্তৃত্ববাদী রাষ্ট্রে, যেখানে স্বাধীন চিন্তা ও বাক স্বাধীনতার কোনো স্থান ছিল না।
-
রাষ্ট্রীয় সরকার জনগণকে ব্রেইনওয়াশ করে এবং সমালোচনা বা ভিন্নমত সম্পূর্ণভাবে দমন করত।
-
সরকারের মূল স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” এবং “Ignorance is strength।”
-
কেন্দ্রীয় চরিত্র Winston Smith সরকারী দায়িত্বে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস রচনায় নিযুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে সে সত্য উদঘাটনে আগ্রহী হয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে।
-
Winston, Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে এবং তারা একসাথে গোপনে সরকার বিরোধী কার্যক্রমে জড়িত হয়। তবে সরকারের কড়া নজরদারির কারণে তারা ধরা পড়ে।
-
শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে গ্রেফতার হয়ে তারা সংশোধনাগারে পাঠানো হয়।
Important Terms from the Novel:
-
Newspeak
-
Big Brother
-
Thought Police
George Orwell (1903–1950):
-
প্রকৃত নাম: Eric Arthur Blair।
-
জন্ম: ব্রিটিশ ভারতে।
-
তাঁর উল্লেখযোগ্য দুই উপন্যাস হলো Animal Farm এবং Nineteen Eighty-Four।
Famous Works:
Novels:
-
Animal Farm (1945 – a fairy story)
-
Nineteen Eighty-Four
-
Burmese Days
-
Coming Up for Air
Stories/Essays:
-
Shooting an Elephant
-
A Hanging
Source:

0
Updated: 16 hours ago
"An exaggerated statement or an extreme overstatement" means -
Created: 15 hours ago
A
Irony
B
Simile
C
Hyperbole
D
None
উত্তর হবে Hyperbole। এটি এমন একটি অলঙ্কার যেখানে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা অতিশয়োক্তিমূলক বক্তব্য ব্যবহার করা হয়, যাতে আবেগ বা ভাবকে প্রবলভাবে ফুটিয়ে তোলা যায়। সাহিত্যে বিশেষ করে কমেডি ও প্রেমের কবিতাতে Hyperbole বহুল ব্যবহৃত। কখনো এটি হাসির উদ্রেক ঘটায়, আবার কখনো তীব্র সমালোচনা প্রকাশ করতেও ব্যবহৃত হয়।
Hyperbole
-
একটি exaggerated statement বা extreme overstatement।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে হাস্যরস সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনকে তীব্রভাবে প্রশংসা করতে Hyperbole প্রায়শই দেখা যায়।
-
এটি কখনো comic effect তৈরি করে, আবার কখনো serious criticism প্রকাশ করে।
উদাহরণ
-
William Wordsworth-এর Daffodils কবিতায়—
“Ten thousand saw I at a glance.”
এখানে কবি মুহূর্তেই হাজার হাজার ফুল দেখেছেন বলে অতিশয়োক্তি করেছেন।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Irony: এমন একটি অভিব্যক্তি যেখানে প্রকৃত অর্থ আড়ালে রাখা হয় বা উল্টোভাবে প্রকাশ করা হয়।
-
Simile: দুটি বস্তুকে তুলনা করার অলঙ্কার, যেখানে সাধারণত as বা like ব্যবহৃত হয়।

0
Updated: 15 hours ago
'A Passage to India' is written by-
Created: 2 days ago
A
E. M. Forster
B
Nirad C. Chaudhuri
C
Rudyard Kipling
D
Walt Whitman
‘A Passage to India’ উপন্যাসটি লিখেছেন E.M. Forster, যিনি একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic। তিনি Modern Period এর একজন প্রধান সাহিত্যিক।
1924 সালে প্রকাশিত এই উপন্যাসটি Forster-এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। উপন্যাসটি মূলত racism এবং colonialism এর সমস্যাকে ফুটিয়ে তোলে এবং এতে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্রসমূহ:
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding ইত্যাদি
E.M. Forster সম্পর্কে:
-
তিনি একজন British novelist, essayist এবং social ও literary critic।
-
তাঁর খ্যাতি মূলত তাঁর উপন্যাস Howards End এবং A Passage to India, এবং সমালোচনার একটি বৃহৎ পরিমাণ কাজের উপর ভিত্তি করে।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Passage to India
-
A Room with a View
-
Aspects of the Novel
-
Howards End
-
Marianne Thornton
-
Maurice
-
The Hill of Devi
-
The Longest Journey
-
Where Angels Fear to Tread

0
Updated: 2 days ago
A Farewell to Arms is written by -
Created: 1 week ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
Ernest Hemingway
D
G.B. Shaw
A Farewell to Arms
-
লেখক: Ernest Hemingway
-
তৃতীয় উপন্যাস, প্রকাশ: 1929
-
আত্মজীবনীমূলক উপাদান সমৃদ্ধ; arms দ্বারা অস্ত্র ও প্রেমিকার হাত বোঝানো হয়েছে
Summary:
-
প্রধান চরিত্র: American lieutenant Frederic Henry এবং English nurse Catherine Barkley
-
প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তারা ইটালিতে পরিচিত হন
-
Catherine সদ্য বিধবা; তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে
-
Frederic গুরুতর জখম হলে Catherine তাকে সেবা করেন
-
Catherine গর্ভবতী হয়; Frederic যুদ্ধক্ষেত্রে যায়
-
Frederic ফিরে এসে Catherine খুঁজে বের করে, দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে যায়
-
Catherine শিশুর জন্ম দেয়ার সময় মারা যান
Ernest Hemingway:
-
জন্ম: 1899, Illinois, USA
-
মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাত

0
Updated: 1 week ago