W. B. Yeats is a/an ______ Poet.
A
American
B
Irish
C
Scottish
D
English
উত্তরের বিবরণ
W. B. Yeats ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার, যিনি আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি প্রথম আইরিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
Yeats ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তাঁর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও গৌরব তাঁর কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে।
-
তিনি Abbey Theatre (Irish National Theatre Society) প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:

0
Updated: 16 hours ago
Who wrote the novel 'Nineteen Eighty-Four'?
Created: 1 week ago
A
Thomas More
B
George Orwell
C
Charles Dickens
D
Boris Pasternak

0
Updated: 1 week ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 6 days ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago