Franz Kafka is a -
A
French writer
B
Russian writer
C
German writer
D
African writer
উত্তরের বিবরণ
Franz Kafka ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যিনি Existentialist এবং Modernist সাহিত্যের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রচনায় মানবজীবনের বিচ্ছিন্নতা, অস্বস্তি, অযৌক্তিকতা, এবং আমলাতান্ত্রিক জটিলতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বিশেষভাবে তার উপন্যাস “Der Prozess” (১৯২৫; The Trial) এবং ছোটগল্প “Die Verwandlung” (১৯১৫; The Metamorphosis)-এ ২০শ শতকের ইউরোপ ও উত্তর আমেরিকার মানুষের উদ্বেগ এবং বিচ্ছিন্নতার প্রতিচ্ছবি পাওয়া যায়। Kafka ছিলেন একজন ব্যতিক্রমী ও রহস্যময় সাহিত্যিক, যার রচনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
Notable works:
-
The Trial (novel)
-
The Castle
-
Meditation
-
Amerika (novel)
-
In the Penal Colony
-
The Metamorphosis (novella)
-
The Judgment
-
Description of a Struggle
-
Letter to Father
Source:
0
Updated: 1 month ago
The correct passive form of: Who will guide the sightseers?
Created: 3 weeks ago
A
Who will the sightseers be guided to?
B
By whom the sightseers would be guided?
C
By whom will the sightseers be guided?
D
By whom the sightseers will be guided?
Active: Who will guide the sightseers?
Passive: By whom will the sightseers be guided?
-
নিয়ম:
-
Who যুক্ত interrogative sentence-এর active voice কে passive voice-এ রূপান্তর করার সময়, প্রথমে Who এর পরিবর্তে By whom বসানো হয়
-
এরপর tense ও person অনুযায়ী modal auxiliary verb বসানো হয়
-
Active sentence-এর object passive sentence-এর subject হয়ে যায়
-
Tense অনুযায়ী কর্তার পরে be / being / been বসানো হয়
-
মূল verb-এর past participle (V3) বসানো হয়
-
বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসানো হয়
-
-
Structure: By whom + auxiliary verb + subject + V3 + ?
-
More Examples:
-
Active: Who will help you? → Passive: By whom will you be helped?
-
Active: Who has broken the glasses? → Passive: By whom have the glasses been broken?
-
0
Updated: 3 weeks ago
Far and wide means -
Created: 1 month ago
A
Over a large area
B
By a very large amount
C
With absolute accuracy
D
Sometimes, but not regularly
Answer: Over a large area
Far and wide
-
English Meaning: over a large area / everywhere
-
Bangla Meaning: দিগন্ত জুড়ে / সর্বত্র
Example Sentence: His reputation as a scholar spread far and wide.
Bangla Meaning: বিদ্বান হিসেবে তার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago
Who is the author of "Gulliver’s Travels"?
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Samuel Johnson
C
John Milton
D
Thomas Gray
Gulliver’s Travels হলো Jonathan Swift–এর রচিত একটি বিখ্যাত satirical novel। এটি ১৮শ শতকের একটি প্রধান রম্য রচনা এবং প্রথম প্রকাশিত হয় ১৭২৬ সালে। উপন্যাসটি ৪ খণ্ডে বিভক্ত, যার পূর্ণ নাম হলো Travels into Several Remote Places in the World।
Four Parts of Gulliver’s Travels
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of Houyhnhnms
Important Characters
-
Gulliver
-
Blefuscudian
-
Houyhnhnms
-
Lilliputians
-
Laputans
Jonathan Swift
-
তিনি একজন Anglo-Irish author এবং Clergyman ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যের একজন শ্রেষ্ঠ Satirist হিসেবে পরিচিত।
-
তার ছদ্মনাম ছিল Isaac Bickerstaff।
Famous Works
-
Gulliver’s Travels (Novel)
-
The Battle of Books
-
A Tale of a Tub (Prose Satire)
-
A Modest Proposal (Satiric Essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (Collection of letters from Swift to Stella)
0
Updated: 1 month ago