Diction refers to -
A
The structure of sentences in a literary work
B
The setting of a story
C
The selection of words in writing or speech
D
The tone of a story
উত্তরের বিবরণ
Diction বলতে বোঝায় লেখালেখি বা বক্তৃতায় ব্যবহৃত শব্দচয়নের ধরণ। প্রতিটি সাহিত্যিকের নিজস্ব শব্দ নির্বাচনের ভঙ্গি থাকে, যা তার লেখার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে।
-
সংক্ষেপে: Diction is the selection of words in writing or speech.
-
একজন লেখক বা বক্তা তার ভাব প্রকাশের জন্য যেসব শব্দ ও বাক্যাংশ বেছে নেন, তাই তার diction।
-
উদাহরণ:
-
John Milton তার রচনায় প্রায়শই bombastic, unusual, allusive এবং latinized শব্দ ব্যবহার করেছেন।
-
অন্যদিকে George Orwell তার লেখায় simple, lucid এবং common শব্দ ব্যবহার করেছেন, যা পাঠকদের কাছে সহজবোধ্য।
-
অতএব, সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনার জন্য যে বিশেষ শব্দচয়ন করেন, সেটিই তাদের diction নামে পরিচিত।
Source:

0
Updated: 16 hours ago
Let ______ solve the problem together.
Created: 3 weeks ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 3 weeks ago
"The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool." - This is taken from -
Created: 2 weeks ago
A
As You Like It
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool. - উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক "As You Like It" থেকে নেওয়া হয়েছে।
• As You Like It:
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- এই নাটকটি 'Pastoral elegy' হিসেবেও পরিচিত।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Shakespeare based the play on Rosalynde (1590), a prose romance by Thomas Lodge.
- The Forest of Arden নামক এক কাল্পনিক বনে এই নাটকের অধিকাংশ কাহিনী বর্ণিত যাতে আমরা Orlando এবং Rosalind এর প্রেম কাহিনী দেখতে পাই।
• Some other famous quotes of As You Like It -
- Sweet are the uses of adversity.
- The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
- I pray you, do not fall in love with me, for I am falser than vows made in wine.
- Men have died from time to time, and worms have eaten them, but not for love.
- Most friendship is feigning, most loving mere folly.
- We that are true lovers run into strange capers.
'All the world's a stage, And all the men and women merely players.

0
Updated: 2 weeks ago
Which of the following was not created by John Keats?
Created: 1 month ago
A
Ode on a Grecian Urn
B
Ode on Melancholy
C
Dejection: An Ode
D
Ode on Indolence
"Dejection: An Ode" একটি বিখ্যাত কবিতা যা লিখেছেন Samuel Taylor Coleridge।
মূল তথ্য:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরণ: Autobiographical poem
-
প্রকাশ: 1802
-
পরিস্থিতি: কবি তখন অপিয়ামের আসক্ত, দাম্পত্য জীবনে অসন্তুষ্ট এবং Sara Hutchinson-এর প্রেমে পড়েছিলেন
কবিতার বিষয়:
-
কবিতাটি Coleridge-এর ব্যক্তিগত বিষণ্ণতা, হতাশা এবং প্রকৃতির প্রতি তার অনুভূতির প্রতিফলন।
-
এটি মনস্তাত্ত্বিক গভীরতা এবং আত্মচিন্তনের কবিতা।
Samuel Taylor Coleridge:
-
British poet, English lyrical poet, critic ও philosopher
-
Lyrical Ballads (William Wordsworth-এর সাথে) ইংরেজি Romantic movement শুরু করে
-
Biographia Literaria (1817) ইংরেজি Romantic period-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
অন্যান্য উল্লেখযোগ্য কবি (প্রসঙ্গ):
John Keats — Romantic lyric poet, ‘Poet of Beauty’, লিখেছেন:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
সারসংক্ষেপ: "Dejection: An Ode" Coleridge-এর লেখা; John Keats-এর লেখা নয়।

0
Updated: 1 month ago