ছবির উৎস: cvphysiology.com
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
A
$
B
#
C
&
D
@
উত্তরের বিবরণ
ইমেইল হলো ডিজিটাল মাধ্যমে বার্তা পাঠানোর একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যা একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্য একজন বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। ইমেইলের ইতিহাস শুরু হয় ১৯৭১ সালে, যখন রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেটের মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন।
-
ই-মেইল ঠিকানা সর্বদা @ চিহ্ন অন্তর্ভুক্ত করতে হয়।
-
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি এবং ডোমেইন নেম নিয়ে গঠিত। উদাহরণস্বরূপ, abc@def.com-এ @ এর পূর্বে থাকে ইউজার আইডি এবং @ এর পরে থাকে ডোমেইন নেম।
-
ইমেইল সার্ভারগুলো বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে।
-
ইমেইল ঠিকানায় ব্যবহৃত সংক্ষেপের অর্থ:
-
CC: Carbon Copy
-
BCC: Blind Carbon Copy
-
0
Updated: 1 month ago
Related MCQ
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
Created: 2 months ago
A
বিদ্যুৎ
B
তাপ
C
চুম্বক
D
কিছুই হয় না
- ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 2 months ago
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
Created: 1 month ago
A
ডায়াস্টল
B
সিস্টল
C
ডায়াসিস্টল
D
উপরের কোনটিই নয়
হৃদপিণ্ড মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত সঞ্চালনের মাধ্যমে সমগ্র শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। এটি ক্রমাগত সংকোচন ও প্রসারণের মাধ্যমে কাজ করে এবং বিশ্রামরত অবস্থাতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকে।
-
হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণের কারণে রক্ত দেহের অভ্যন্তরে সর্বদা গতিশীল থাকে।
-
হৃদপিণ্ডের প্রকোষ্ঠগুলো যখন সংকুচিত হয়, তাকে বলে সিস্টোল।
-
হৃদপিণ্ডের প্রকোষ্ঠগুলো যখন প্রসারিত হয়, তাকে বলে ডায়াস্টোল।

0
Updated: 1 month ago
কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
Created: 1 week ago
A
ম্যাগনেসিয়াম
B
ক্যালসিয়াম
C
সোডিয়াম
D
পটাসিয়াম
পটাসিয়াম এবং সোডিয়াম উভয়ই এমন ধাতু, যা খুব হালকা এবং পানি থেকে কম ভারী।
-
এই ধাতুগুলো গ্রুপ ১-এ থাকে এবং খুব ক্ষার ধাতু।
-
তাদের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ায় এগুলো পানির উপরে ভাসে।
-
পটাসিয়ামের ঘনত্ব সোডিয়ামের থেকে কম, তাই পটাসিয়াম সোডিয়ামের চেয়ে আরও হালকা।
ধাতুগুলোর ঘনত্ব (প্রতি সেন্টিমিটার ঘনফুটে):
-
সোডিয়াম: ০.৯৭
-
পটাসিয়াম: ০.৮৬
-
ম্যাগনেসিয়াম: ১.৭৪
-
ক্যালসিয়াম: ১.৫৪
-
পানি: ১.০
অর্থাৎ, পটাসিয়াম এবং সোডিয়াম পানির চেয়ে হালকা, এবং পটাসিয়াম সবচেয়ে হালকা ধাতু।
0
Updated: 1 week ago