কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১

0
Updated: 2 months ago
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
Created: 1 month ago
A
৭৭/১৪৩
B
১০২/২৮৯
C
১১৩/৩৫৫
D
৩৪৩/১০০১
প্রশ্ন: কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
সমাধান:
- যদি কোন ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক বা গুননীয়ক না থাকে তবে ঐ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে বোঝায়।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (গ) ভগ্নাংশটির অর্থাৎ ১১৩/৩৫৫ এর লব ও হরের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই।
অন্যদিকে,
৭৭/১৪৩ এর সাধারণ গুণনীয়ক ১১,
১০২/২৮৯ এর সাধারণ গুণনীয়ক ১৭
৩৪৩/১০০১ এর সাধারণ গুণনীয়ক ৭।
সুতরাং সঠিক উত্তর (গ)।

0
Updated: 1 month ago
একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
Created: 3 months ago
A
২২০টি
B
৩৫০টি
C
৪০০টি
D
৪৫০টি
প্রশ্ন: একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
সমাধান:
ধরি, দোকানে মোট ফলের সংখ্যা = ক
∴ আমের সংখ্যা = ২ক/৫
∴ কমলার সংখ্যা = ক/৩
প্রশ্নমতে,
⇒ (২ক/৫) - (ক/৩) = ৩০
⇒ (৬ক - ৫ক)/১৫ = ৩০
⇒ ক = ৩০ × ১৫
∴ ক = ৪৫০
∴ দোকানে মোট ফলের সংখ্যা = ৪৫০টি।

0
Updated: 3 months ago
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
Created: 5 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৭
এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১৩/২৭ = ০.৪৮
এখানে, ২/৩ < ৮/১১
৮/১১ ভগ্নাংশটি ২/৩ হতে বড়।

0
Updated: 5 months ago