কোন মাধ্যমে আলাের পালস্ ব্যবহৃত হয়?
A
তামার তার
B
কো-এক্সিয়াল ক্যাবল
C
অপটিক্যাল ফাইবার
D
ওয়্যারলেস মিডিয়া
উত্তরের বিবরণ
ফাইবার অপটিক ক্যাবল হলো এমন একটি তার যা আলোক পরিবাহনের মাধ্যমে ডেটা স্থানান্তর করে। এটি এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে গঠিত এবং এটি বিদ্যুৎ পরিবাহী নয়। অপটিক্যাল ফাইবারে তথ্য প্রেরণের জন্য ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়।
ফাইবার তৈরিতে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচকে বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতি অনুসরণ করে ডেটা উৎস থেকে গন্তব্যে পৌঁছে। ফাইবার অপটিকের তিনটি প্রধান অংশ আছে।
-
কোর: এটি ভিতরের ডাই-ইলেকট্রিক অংশ যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন পর্যন্ত হতে পারে।
-
ক্ল্যাডিং: কোরকে আবৃত করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলা হয়।
-
জ্যাকেট: অপটিক্যাল ফাইবারের বাহ্যিক আবরণকে জ্যাকেট বলা হয়।

0
Updated: 16 hours ago
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
Created: 1 month ago
A
অগ্ন্যাশয় হতে
B
প্যানক্রিয়াস হতে
C
লিভার হতে
D
পিটুইটারী গ্ল্যান্ড হতে
প্যানক্রিয়াস এর বাংলা নাম অগ্ন্যাশয়। তাই যখন প্রশ্নে অপশনে ক) ও খ) দুটো উত্তর ছিল, তখন সেটা বাতিল করা হয়েছে।
ইনসুলিন:
-
ইনসুলিন হলো একটি হরমোন।
-
এটা অগ্ন্যাশয়ের মধ্যে থাকা Islets of Langerhans নামের বিটা কোষ থেকে তৈরি হয়।
-
ইনসুলিন রক্তে থাকা গ্লুকোজ (চিনি) দেহের কোষের ভিতরে ঢোকার সাহায্য করে।
-
এর ফলে রক্তের গ্লুকোজের মাত্রা কমে গিয়ে স্বাভাবিক থাকে।
-
যদি কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ঠিকমত তৈরি না হয় বা কম হয়, অথবা ইনসুলিন কাজ না করে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এই অবস্থাকেই ডায়াবেটিস বা মধুমেহ রোগ বলা হয়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
চা পাতায় কোন ভিটামিন থাকে?
Created: 1 month ago
A
ভিটামিন-ই
B
ভিটামিন-কে
C
ভিটামিন-বি কমপ্লেক্স
D
ভিটামিন-এ
- চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে।
- শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন-ই পাওয়া যায়।
- সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন-কে এর প্রধান উৎস।
- মাছের তেল, দুধ, মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন-এ রয়েছে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়ােজন?
Created: 16 hours ago
A
২৬.৫° সে.
B
৩৫° সে.
C
৩৭.৫° সে.
D
৪০.৫° সে.
ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য বিশেষ কিছু পরিবেশগত শর্তের উপস্থিতি প্রয়োজন, যা মূলত সমুদ্র ও আকাশের তাপমাত্রা এবং বায়ুর চাপের সাথে সম্পর্কিত।
এই ধরনের দুর্যোগ সাধারণত গভীর সমুদ্রে জন্ম নেয় এবং পরে উপকূলীয় এলাকায় আঘাত হানে। সাইক্লোন সৃষ্টির মূল কারণগুলো নিম্নরূপ:
-
সাগরের ন্যূনতম তাপমাত্রা ২৬.৫° থেকে ২৭° সেলসিয়াস হতে হবে।
-
উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ সাইক্লোনের প্রধান কারণ।
-
ঝড়ের সময় বায়ুপ্রবাহের গতি প্রায় ৬৫ কিলোমিটার বা তার বেশি হয়।
-
বঙ্গোপসাগরে প্রায় সারা বছর এই ধরনের উপযুক্ত তাপমাত্রা বিদ্যমান।
-
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ।

0
Updated: 16 hours ago