নিম্নের কোন রােগটি DNA ভাইরাসঘটিত?
A
ডেঙ্গুজ্বর
B
স্মলপক্স
C
কোভিড-১৯
D
পােলিও
উত্তরের বিবরণ
স্মলপক্স একটি DNA ভাইরাসঘটিত রোগ যা ভেরিওলা ভাইরাস দ্বারা সৃষ্ট। সাধারণত ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে হয় DNA অথবা RNA থাকে, কিন্তু উভয়টি একসাথে কখনো থাকে না। অন্যান্য জীবদেহে DNA ও RNA একসাথে পাওয়া গেলেও ভাইরাসের ক্ষেত্রে এটি সম্ভব নয়।
তথ্যগুলো নিচে সাজানো হলো:
-
স্মলপক্স রোগটি DNA ভাইরাসঘটিত।
-
ভেরিওলা ভাইরাস মানবদেহে স্মলপক্স বা গুটি বসন্ত সৃষ্টি করে।
-
ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে DNA ও RNA থাকে, তবে একই সাথে দুইটি কখনো থাকে না।
DNA ভাইরাসঘটিত রোগ:
-
যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA থাকে তাদেরকে DNA ভাইরাস বলা হয়।
-
উদাহরণ: হার্পিস সিমপ্লেক্স (মানব), Tipula irridescent, Rabbitpox, Vaccinia (bovine), ভেরিওলা (মানব), Pustular dermatitis (Sheep), এডেনা গ্রুপ, প্যাপিলোমা (মানব), পলিওমা, ΦX174 কলিফাজ, Cauliflower mosaic, Adenoassociated প্রভৃতি।
RNA ভাইরাসঘটিত রোগ:
-
যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে RNA থাকে তাদেরকে RNA ভাইরাস বলা হয়।
-
উদাহরণ: ইনফ্লুয়েঞ্জা বি (মানব), পোলিও (মানব), রুবেলা (মানব), পীতজ্বর (মানব), ডেঙ্গু (মানব), Encephalitis (মানব), Leukemia (cat), মাম্পস (মানব), Measles (মানব), Cold (মানব), Newcastle disease (fowl), Rous sarcoma (bird), Rabies (dog), Potato yellow dwarf, Vesicular stomatitis (cattle), Tobacco mosaic, Sugarcane mosaic, fd (Pseudomonas), Cucumber mosaic, f2, fr1, R17 কলিফাজ প্রভৃতি।
0
Updated: 1 month ago
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
Created: 4 weeks ago
A
ট্যাকোমিটার
B
অ্যালটিমিটার
C
ওডোমিটার
D
অডিওমিটার
উড়োজাহাজ ও গাড়ি চলাচল ও শব্দ পরিমাপের বিভিন্ন যন্ত্র সম্পর্কে জানা যায় যে, প্রতিটি যন্ত্র নির্দিষ্ট এক ধরনের পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
-
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হলো ট্যাকোমিটার (Tachometer), যা aircraft speed বা propeller speed পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
-
উচ্চতা নির্ণায়ক যন্ত্র হলো অ্যালটিমিটার (Altimeter), যা উড়োজাহাজের altitude বা উচ্চতা পরিমাপ করতে সাহায্য করে।
-
মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হলো ওডোমিটার (Odometer), যা গাড়ির মোট distance travelled বা দূরত্ব পরিমাপ করে।
-
শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র হলো অডিওমিটার (Audiometer), যা sound intensity বা hearing ability পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
0
Updated: 4 weeks ago
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ (Viral Disease)?
Created: 1 month ago
A
টিউবারকিউলোসিস (Tuberculosis)
B
হুপিং কাশি (Whooping cough)
C
ডিপথেরিয়া (Diphtheria)
D
ইনফ্লুয়েঞ্জা (Influenza)
ভাইরাস ঘটিত রোগ ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ
◉ Influenza
-
ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, যা সাধারণত ফ্লু নামে পরিচিত।
ভাইরাস ঘটিত রোগ
-
ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগসমূহ:
-
জন্ডিস
-
পোলিও
-
জলাতঙ্ক
-
কোভিড-১৯
-
হার্পিস
-
দাদ
-
গুটি বসন্ত
-
জল বসন্ত
-
হাম
-
মাম্পস
-
ইনফ্লুয়েঞ্জা
-
বার্ড ফ্লু
-
সোয়াইন ফ্লু
-
ব্যাকটেরিয়া ঘটিত রোগ
-
Tuberculosis: Mycobacterium tuberculosis ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
-
Whooping cough: Bordetella pertussis ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
-
Diphtheria: Corynebacterium diphtheriae ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
Created: 3 months ago
A
১ টি
B
২ টি
C
৩ টি
D
৪ টি
রঙিন টেলিভিশন
রঙিন টেলিভিশন এবং সাদাকালো টেলিভিশনের মধ্যে অনেক যন্ত্রপাতি এক হলেও, রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্র লাগে রঙ দেখানোর জন্য।
রঙিন টেলিভিশনের ক্যামেরা রঙিন ছবি তোলার জন্য তিনটি মূল রঙ — লাল, সবুজ ও নীল — আলাদাভাবে ধরতে পারে। এজন্য ক্যামেরায় থাকে তিনটি আলাদা ইলেকট্রন টিউব।
একইভাবে, রঙিন টেলিভিশনের ভিতরে (যেটা আমরা দেখি) তিনটি ইলেকট্রন গান থাকে — প্রতিটি গান একটি নির্দিষ্ট রঙ (লাল, সবুজ, নীল) তৈরি করে।
পর্দার পেছনে থাকে তিন ধরনের ফসফর দানা। ইলেকট্রন গান থেকে আসা রশ্মি যখন নির্দিষ্ট ফসফর দানায় লাগে, তখন সেই দানাটি আলোকিত হয় এবং নির্দিষ্ট একটি রঙ তৈরি হয়।
এইভাবে, পর্দায় একসাথে ছোট ছোট লাল, সবুজ আর নীল রঙের বিন্দু তৈরি হয়। এদের মিলিয়ে নানা রকম রঙ তৈরি হয়, আর আমাদের চোখে তা রঙিন ছবি হিসেবে দেখা যায়।
0
Updated: 3 months ago