ছবির উৎস: cvphysiology.com
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
A
ডায়াস্টল
B
সিস্টল
C
ডায়াসিস্টল
D
উপরের কোনটিই নয়
উত্তরের বিবরণ
হৃদপিণ্ড মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত সঞ্চালনের মাধ্যমে সমগ্র শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে। এটি ক্রমাগত সংকোচন ও প্রসারণের মাধ্যমে কাজ করে এবং বিশ্রামরত অবস্থাতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকে।
-
হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারণের কারণে রক্ত দেহের অভ্যন্তরে সর্বদা গতিশীল থাকে।
-
হৃদপিণ্ডের প্রকোষ্ঠগুলো যখন সংকুচিত হয়, তাকে বলে সিস্টোল।
-
হৃদপিণ্ডের প্রকোষ্ঠগুলো যখন প্রসারিত হয়, তাকে বলে ডায়াস্টোল।

0
Updated: 1 month ago
Related MCQ
RFID বলতে বােঝায়-
Created: 1 month ago
A
Random Frequency Identification
B
Random Frequency Information
C
Radio Frequency Information
D
Radio Frequency Identification
RFID বা Radio-Frequency Identification একটি বেতার প্রযুক্তি যা ট্যাগ এবং রিডার এই দুটি উপাদান নিয়ে গঠিত। এটি তথ্য সঞ্চয় এবং প্রেরণের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করে এবং একে বারকোড বা QR কোডের তুলনায় উন্নত ধরণের কোড হিসাবে দেখা যায়, কারণ এটি বৃহৎ পরিমাণে তথ্য ধারণ ও পরিবর্তন করতে সক্ষম।
-
RFID ট্যাগগুলি রেডিও তরঙ্গের মাধ্যমে তাদের মধ্যে সংরক্ষিত তথ্য পাঠাতে সক্ষম।
-
RFID-তে তথ্য পড়া এবং লেখা যায়, অর্থাৎ ট্যাগের মধ্যে থাকা তথ্য পরিবর্তন করা সম্ভব।
-
এর তথ্য ধারণ ক্ষমতা হাজার হাজার ক্যারেক্টার পর্যন্ত হতে পারে।
-
বারকোড এক-মাত্রিক এবং QR কোড দ্বি-মাত্রিক হলেও, RFID ট্যাগকে ত্রিমাত্রিক কোড হিসাবে বিবেচনা করা যায়।
0
Updated: 1 month ago
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
Created: 2 months ago
A
শূন্যতায়
B
কঠিন পদার্থে
C
তরল পদাবায়বীয় পদার্থের্থে
D
বায়বীয় পদার্থে
শব্দের গতি:
- বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম।
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
- কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি। যেমন- ইস্পাত, লোহা ইত্যাদি।
- তরলে পদার্থে শব্দের গতি কঠিন পদার্থের চেয়ে কম। যেমন- পানি।
- বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম।
- শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
Created: 1 week ago
A
স্যাংগার ও পলিং
B
ওয়াটসন ও ক্রিক
C
লুই পাস্তুর ও ওয়াটসন
D
পলিং ও ক্রিক
ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো
ডিএনএ হলো একটি নিউক্লিক এসিড, যা জীবদেহের গঠন ও কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় জিনগত তথ্য বহন করে। ১৯৫৩ সালে, ইংল্যান্ডের বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) কাঠামো প্রথম বর্ণনা করেন। এজন্য তাদেরকে ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামোর জনক হিসেবে খ্যাতি রয়েছে এবং এই আবিষ্কারের জন্য তারা পরে নোবেল পুরস্কারও পান।
উল্লেখযোগ্যভাবে, ডিএনএ অণুকে প্রথমবার ফ্রেডরিক মেসচার উপস্থাপন করেছিলেন।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 week ago