কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
A
DNA
B
DNA + RNA
C
mRNA
D
RNA
উত্তরের বিবরণ
COVID-19 এর জন্য দায়ী হলো SARS-CoV-2 নামক বিশেষ করোনা ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস, কারণ এর জিনোম RNA দ্বারা গঠিত। করোনা ভাইরাস পরিবারভুক্ত এই ধরনের ভাইরাস পূর্বেও গুরুতর রোগের কারণ হয়েছে। নিচে সেগুলো ক্রমানুসারে উল্লেখ করা হলো।
-
Severe Acute Respiratory Syndrome (SARS) রোগের কারণ হলো SARS করোনা ভাইরাস।
-
এই ভাইরাসের কারণে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু মানুষের মৃত্যু হয়।
-
Middle East Respiratory Syndrome (MERS) রোগের কারণ হলো MERS করোনা ভাইরাস।
-
২০১২ সালে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় এই রোগটি ছড়িয়ে পড়ে।
-
COVID-19 রোগের জন্য দায়ী হলো SARS-CoV-2 নামক ভাইরাস।
-
২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার COVID-19 সনাক্ত করা হয়।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভাইরাসটির প্রাদুর্ভাব প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানা যায়।
-
বর্তমানে এটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক মহামারী হিসেবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

0
Updated: 16 hours ago
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Created: 1 month ago
A
সৌর বছর
B
কসমিক ইয়ার
C
আলোক বর্ষ
D
পলিসার
ছায়াপথ:
- সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
- এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে।
- এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
- ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
Created: 1 month ago
A
দস্তা
B
সালফার
C
নাইট্রোজেন
D
পটাশিয়াম
সালফারের অভাব ও গাছের সমস্যা
-
সাধারণত সালফারের অভাবে ফসল পাকা হতে দেরি হয়।
-
সালফার (S) গাছের প্রোটিন, হরমোন ও ভিটামিন তৈরিতে প্রয়োজনীয়। এছাড়া সালফার কোষে পানির ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
-
সালফারের অভাবে গাছের পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল বা বেগুনি দাগ দেখা দেয়।
-
সাধারণত কচি পাতায় ক্লোরোসিস (পাতার হালকা রং হওয়া) বেশি হয়, আর বয়স হলে কম হয়।
-
সালফারের অভাবে গাছের মূল, কান্ড ও পাতা ক্রমশ মৃতপ্রায় হয়ে যায়, যা ডাইব্যাক (dieback) নামে পরিচিত।
-
গাছের মধ্যের অংশ ছোট হওয়ায় গাছ ছোট ও খর্বাকৃতির হয়ে ওঠে।
অন্যান্য উপাদানের ভূমিকা
-
দস্তা (Zinc): এনজাইম ও হরমোন তৈরিতে সাহায্য করে।
-
নাইট্রোজেন (N): নাইট্রোজেন না থাকলে পাতায় ক্লোরোফিল তৈরি হয় না, তাই পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়।
-
পটাশিয়াম (Potassium): গাছের পানি ও পুষ্টি পরিবহন সুগম করে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
Created: 4 weeks ago
A
ঊষা
B
গোধূলি
C
গুরুবৃত্ত
D
ছায়াবৃত্ত
পৃথিবীর যেসব অংশে আলো আর অন্ধকার মিলিত হয়, সেই সীমারেখাকেই ছায়াবৃত্ত বলা হয়।
পৃথিবীর আবর্তনের কারণে যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে আলোকিত অংশে প্রবেশ করে, সেখানেই প্রভাত ঘটে।
প্রভাত শুরু হওয়ার আগে হালকা আলোর যে সময় থাকে সেটি হলো ঊষা। আর সন্ধ্যা ঘনানোর আগে যখন ম্লান আলো থাকে সেটিকে বলা হয় গোধূলি।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago