সালােকসংশ্লেষণে সূর্যের আলাের রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলাে-
A
০%
B
১০ - ১৫%
C
৩ - ৬%
D
১০০%
উত্তরের বিবরণ
সালোকসংশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে সবুজ উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই শক্তি ব্যবহার করে তারা কার্বন ডাই-অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
এই প্রক্রিয়াটি একটি জটিল রাসায়নিক বিক্রিয়া, যা উদ্ভিদের জীবনধারণ ও পৃথিবীর খাদ্যশৃঙ্খলের ভিত্তি গড়ে তোলে।
-
সালোকসংশ্লেষণ হলো সেই প্রক্রিয়া, যেখানে সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে।
-
এই প্রক্রিয়ায় চারটি অপরিহার্য উপাদান হলো আলো, ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাই-অক্সাইড।
-
তাত্ত্বিকভাবে সালোকসংশ্লেষণে সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের সর্বোচ্চ কর্মদক্ষতা ১১%, কিন্তু বাস্তবে এটি মাত্র ৩% থেকে ৬%।
-
সালোকসংশ্লেষণের জন্য সবচেয়ে উপযোগী তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
-
সূর্য থেকে আসা মোট আলোর মধ্যে মাত্র ১% থেকে ২% আলো সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়।
-
লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে কার্যকর হয়, অপরদিকে সবুজ আলোতে কার্যকারিতা সর্বনিম্ন।
-
উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ সংঘটিত হয়।
0
Updated: 1 month ago
নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
Created: 2 months ago
A
ফিশন
B
মেসন
C
ফিউশন
D
ফিউশন ও মেসন
নিউক্লিয়াস থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়া
পরমাণুর নিউক্লিয়াস থেকে শক্তি উৎপন্ন করার দুটি প্রধান পদ্ধতি রয়েছে:
নিউক্লিয়ার ফিশন (নিউক্লিয়াস বিভাজন):
যে প্রক্রিয়ায় একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণার আঘাতের ফলে দুই বা তার বেশি সমান অংশে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়।
নিউক্লিয়ার ফিউশন (নিউক্লিয়াস সংযোজন):
যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এতে প্রচুর শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার ফিউশন বলা হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
Created: 2 months ago
A
নদী
B
সাগর
C
হ্রদ
D
বৃষ্টিপাত
মৃদু পানির প্রধান উৎস
মৃদু বা মিষ্টি পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি। অন্যদিকে, সাগরের পানি লবণযুক্ত হওয়ায় এটি মৃদু পানির উৎস নয়। নদী, খাল, বিল ইত্যাদির পানি যদিও মৃদু, তবুও এগুলো মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
MKS পদ্ধতিতে ভরের একক-
Created: 2 months ago
A
কিলোগ্রাম
B
পাউন্ড
C
গ্রাম
D
আউন্স
একক পদ্ধতি (Unit Systems)
১. এম.কে.এস. পদ্ধতি (মিটার-কিলোগ্রাম-সেকেন্ড)
-
দৈর্ঘ্য পরিমাপের একক: মিটার (m)
-
ভর পরিমাপের একক: কিলোগ্রাম (kg)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
২. সি.জি.এস. পদ্ধতি (সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: সেন্টিমিটার (cm)
-
ভর পরিমাপের একক: গ্রাম (g)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
৩. এফ.পি.এস. পদ্ধতি (ফুট-পাউন্ড-সেকেন্ড):
-
দৈর্ঘ্য পরিমাপের একক: ফুট (ft)
-
ভর পরিমাপের একক: পাউন্ড (lb)
-
সময় পরিমাপের একক: সেকেন্ড (s)
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা বিশ্বকোষ।
0
Updated: 2 months ago