বাক্যের প্রকারভেদ
-
জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তা জটিল বাক্য হিসেবে পরিচিত।
উদাহরণ:-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
-
-
সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলা হয়।
উদাহরণ:-
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
-
-
যৌগিক বাক্য:
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য তৈরি করে।
উদাহরণ:-
রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
-