নিচের কোনটি আরবি উপসর্গের উদাহরণ?
A
অপি
B
লা
C
উৎ
D
সাব
উত্তরের বিবরণ
উপসর্গের শ্রেণিবিভাগ
-
’লা’: একটি আরবি উপসর্গ।
-
আরবি উপসর্গসমূহ (৬টি):
-
আম, খাস, লা, গর, খয়ের, বাজে
-
-
তৎসম (সংস্কৃত) উপসর্গের উদাহরণ:
-
উৎ, অপি
-
-
ইংরেজি উপসর্গের উদাহরণ:
-
সাব
-
0
Updated: 1 month ago
খাঁটি বাংলা উপসর্গ কতটি?
Created: 5 months ago
A
১৯টি
B
২০টি
C
২১টি
D
২২টি
আসছে
0
Updated: 5 months ago
কোন উপসর্গটি 'বিশেষ' অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
উপনেতা
B
উপভোগ
C
উপগ্রহ
D
উপসাগর
‘উপ’ উপসর্গের ব্যবহার
-
উপভোগ শব্দে ‘উপ’ উপসর্গটি ‘বিশেষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
-
অন্যদিকে, উপনেতা, উপসাগর, উপগ্রহ প্রভৃতি শব্দে ‘উপ’ উপসর্গটি ‘ক্ষুদ্র’ অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ — ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)
0
Updated: 2 months ago
’অনুকরণ’ শব্দে ’অনু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
পৌনঃপুন
B
সঙ্গে
C
সাদৃশ্য
D
পশ্চাৎ
‘অনু’ একটি তৎসম উপসর্গ, যা শব্দের অর্থ নির্ধারণে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ‘অনুকরণ’ শব্দে ‘অনু’ উপসর্গটি ‘পশ্চাৎ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
‘অনু’ উপসর্গের বিভিন্ন অর্থ ও উদাহরণ:
-
পশ্চাৎ অর্থে: অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
-
সাদৃশ্য অর্থে: অনুবাদ, অনুরূপ, অনুকার
-
পৌনঃপুন অর্থে: অনুক্ষণ, অনুদিন, অনুশীলন
-
সঙ্গে অর্থে: অনুকূল, অনুকম্পা
উল্লেখ্য: ‘অনু’ একটি তৎসম উপসর্গ।
তৎসম উপসর্গের অন্যান্য উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
0
Updated: 1 month ago