গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
A
৪ প্রকার
B
২ প্রকার
C
৩ প্রকার
D
৫ প্রকার
উত্তরের বিবরণ
বাক্যের গঠন অনুযায়ী শ্রেণিবিভাগ
-
গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়:
১. সরল
২. জটিল
৩. যৌগিক -
সরল বাক্য:
-
যদি বাক্যে কেবল একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
-
উদাহরণ:
-
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
-
-
-
জটিল বাক্য:
-
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
-
উদাহরণ:
-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
-
-
-
যৌগিক বাক্য:
-
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
-
উদাহরণ:
-
রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
-
-

0
Updated: 16 hours ago
'হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির-
Created: 3 months ago
A
মিশ্র
B
জটিল
C
যৌগিক
D
সরল
সরল বাক্য:
বাক্যে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- গণ্ডির বাইরে গেলেই বিষম বিপদ।
- শোনামাত্র তারা আনন্দে চিৎকার করে উঠল।
- পুকুরে পদ্মফুল জন্মে।
- তোমরা বাড়ি যাও।
- সত্যের পূজারি বলে তিনি জগতের সর্বত্র আদৃত।
তেমনিভাবে,
- হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'যে ভালো কাজ করে, সে সম্মান পায়।' – এটি কোন ধরনের বাক্য?
Created: 1 week ago
A
সরল বাক্য
B
জটিল বাক্য
C
যৌগিক বাক্য
D
সাপেক্ষ বাক্য
• 'যে ভালো কাজ করে, সে সম্মান পায়।' - জটিল বাক্য
• মিশ্র বা জটিল বাক্য:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা - আশ্রিত বাক্য .... প্রধান খণ্ডবাক্য:
-
যে পরিশ্রম করে, ...... সে-ই সুখ লাভ করে।
-
সে যে অপরাধ করেছে, ...... তা মুখ দেখেই বুঝেছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
যৌগিক বাক্যের অন্যতম গুণ কী?
Created: 3 months ago
A
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
B
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
C
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
D
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
যৌগিক বাক্য কী?
যখন দুটি বা তার বেশি সরল অথবা মিশ্র বাক্য একসঙ্গে মিলিত হয়ে একটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। সাধারণভাবে বলতে গেলে, যখন একাধিক স্বাধীন খণ্ডবাক্য যোজক শব্দ বা যতিচিহ্নের মাধ্যমে যুক্ত হয়, তখন সেগুলো মিলে একটি যৌগিক বাক্য তৈরি করে।
যৌগিক বাক্যের বৈশিষ্ট্য:
-
এতে দুটি বা ততোধিক খণ্ডবাক্য থাকে।
-
প্রতিটি খণ্ডবাক্য স্বাধীন, অর্থাৎ একটির ওপর অন্যটির নির্ভরতা থাকে না।
-
খণ্ডবাক্যগুলো যোজক শব্দ (যেমন: এবং, ও, আর, অথবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি) অথবা কিছু যতিচিহ্ন (যেমন: কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (−)) দ্বারা যুক্ত থাকে।
-
কখনো কখনো যোজক উহ্যও থাকতে পারে।
যোজক শব্দের উদাহরণ:
-
এবং, ও, আর, অথবা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি।
যৌগিক বাক্যের কিছু উদাহরণ:
-
হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
-
সে ভালো ফল করেছে, তাই আমরা আনন্দিত হয়েছি।
-
সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
-
অন্ধকার হয়ে এসেছে, অথচ সে এখনো বাসায় ফেরেনি।
-
তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি; এতে দোষের কিছু নেই।
সূত্র:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago