In literature, what does the term “catastrophe” usually refer to?
A
The climax of a story
B
The final tragic event or downfall in a tragedy
C
A humorous twist
D
The introduction of a character
উত্তরের বিবরণ
Catastrophe সাহিত্যে, বিশেষত tragedy-তে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ শব্দ। এটি কাহিনির চূড়ান্ত পরিণতি বা শেষের মহাদুর্যোগ নির্দেশ করে, যেখানে সব দ্বন্দ্ব ও জটিলতার সমাধান ঘটে এবং প্রধান চরিত্র চরম দুর্ভোগ বা মৃত্যুর সম্মুখীন হয়।
-
Catastrophe হলো কোনো tragedy-র শেষ দৃশ্য, যেখানে নায়কের পতন ঘটে।
-
একে অন্যভাবে বলা যায়: The dreadful consequence of the story of a tragedy is called Catastrophe.
-
সাধারণত এটি কেবল tragedy-তেই ঘটে থাকে।
-
এটি প্রায়শই নায়কের tragic flaw বা ভুল সিদ্ধান্তের ফলাফল হিসেবে আসে।
-
Catastrophe শব্দটি ‘denouement’ এর সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণস্বরূপ, Doctor Faustus নাটকের শেষ দৃশ্যে Catastrophe ঘটে—যেখানে Faustus ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু Lucifer তাকে নরকে টেনে নিয়ে যায়।
অতএব, Catastrophe হলো ট্র্যাজেডির একটি অপরিহার্য উপাদান, যা গল্পকে চূড়ান্ত করুণ পরিণতির দিকে নিয়ে যায়।
Source:

0
Updated: 16 hours ago
"Come live with me and be my love, And we will all the pleasures prove"
Who wrote this extract?
Created: 3 days ago
A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 3 days ago
"To keep someone at arm's length" implies-
Created: 2 weeks ago
A
To keep someone close
B
To maintain distance
C
Maintain a healthy relationship
D
To protect someone from danger

0
Updated: 2 weeks ago
"Eliza Doolittle" is a famous character taken from-
Created: 3 days ago
A
The Doctor's Dilemma
B
Pygmalion
C
Man and Superman
D
Mrs. Warren's Profession
Eliza Doolittle হলো George Bernard Shaw-এর বিখ্যাত নাটক Pygmalion-এর প্রধান চরিত্র, যা ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস ও প্রেমের জটিলতা তুলে ধরে।
-
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কবিশিষ্ট একটি রোমান্টিক নাটক।
-
প্রথম মঞ্চায়ন ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস।
Characters of the play
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি Modern period-এর একজন নাট্যকার।
-
Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে Nobel Prize লাভ করেন।
-
তাঁর সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
Famous Plays of G.B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Candida (Comedy/Problem Play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Historical play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Heartbreak House (Drama/Social Criticism)
-
St. Joan of Arc (Historical Drama/Tragedy)

0
Updated: 3 days ago