Where does Mr. Darcy live in the novel Pride and Prejudice?
A
Netherfield Park
B
Rosings Park
C
Pemberley
D
Longbourn
উত্তরের বিবরণ
Jane Austen এর লেখা Pride and Prejudice একটি বিখ্যাত romantic novel, যা classic English literature-এর অন্তর্ভুক্ত। যেহেতু Austen ছিলেন Romantic period-এর একজন লেখক, তাই এই উপন্যাসটিকে Romantic যুগের গুরুত্বপূর্ণ রচনা হিসেবে ধরা হয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Fitzwilliam Darcy হচ্ছেন Elizabeth Bennet-এর প্রেমের আগ্রহ, যিনি তার বৃহৎ ও মনোরম এস্টেট Pemberley-তে থাকেন। কাহিনি মূলত Darcy এবং Elizabeth-এর প্রেমকে কেন্দ্র করে, যেখানে তাদের মাঝে সামাজিক পার্থক্য ও অমূলক পূর্বধারণা বাঁধা হয়ে দাঁড়ায়।
Pride and Prejudice এর কাহিনির মূল দিকগুলো:
-
গল্পের প্রেক্ষাপট ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
-
এটি Bennet পরিবারের জীবন এবং তাদের পাঁচ কন্যার বিয়ের সম্ভাবনা নিয়ে আবর্তিত।
-
Mrs. Bennet সবসময় তার পাঁচ কন্যার জন্য উপযুক্ত বর খুঁজতে ব্যস্ত থাকেন।
-
কন্যাদের মধ্যে Elizabeth Bennet বুদ্ধিমতী ও স্বাধীনচেতা।
-
Elizabeth এবং Darcy একে অপরকে প্রথমে ভুল বোঝে এবং পূর্বধারণার কারণে দূরে সরে থাকে, কিন্তু পরে তারা একে অপরের প্রেমে আবদ্ধ হয়।
Jane Austen সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
দৈনন্দিন জীবনের সাধারণ মানুষ ও তাদের অভিজ্ঞতাকে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করার মাধ্যমে তিনি উপন্যাসকে একটি আধুনিক চরিত্র প্রদান করেছিলেন।
Jane Austen-এর উল্লেখযোগ্য রচনা:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Northanger Abbey
-
Persuasion
-
Lady Susan
Source:

0
Updated: 16 hours ago
____ glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
Created: 1 week ago
A
Because
B
Unless
C
Although
D
If
Options:
ক) Because: সে-কারণে; কেননা; যেহেতু।
খ) Unless: যদি না।
গ) Although: যদিও; যদ্যপি।
ঘ) If: যদি।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে "Although" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
Complete sentence: Although glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
Source: Accessible Dictionary.

0
Updated: 1 week ago
Choose the correct sentence.
Created: 1 week ago
A
Let him answer the question honestly.
B
Let him to answer the question honestly.
C
Let him answering the question honestly.
D
Let him to answering the question honestly.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- তাই, answer verb-টি to-বিহীন infinitive form বসবে।

0
Updated: 1 week ago
"Black Death” is the name of a—
Created: 1 month ago
A
fever
B
black fever
C
plague pandemic
D
death of black people
চতুর্দশ শতকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাতে মারাত্মক একটি মহামারি ছড়িয়ে পড়ে যা ইতিহাসে বিউবনিক প্লেগ মহামারি tor (bubonic plage pandemic) নামে পরিচিত। এতে ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়। ইউনিসিয়া পেসটিস নামক একটি ব্যাকটেরিয়া ছিল এ মহামারির প্রধানতম কারণ এবং ওরিয়েন্টাল র্যাট ফ্রি নামের এক প্রজাতির মাছি ছিল এই ব্যাকটেরিয়ার পোষক। এই ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়।

1
Updated: 1 month ago