The Romantic Period began with the publication of -
A
Lyrical Ballads
B
Biographia Literaria
C
The Rime of the Ancient Mariners
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
Romantic Period ইংরেজি সাহিত্যে ১৭৯৮ সাল থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এই যুগের সূচনা ঘটে ১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads-এর মাধ্যমে।
Lyrical Ballads:
-
এটি একটি poetry collection।
-
প্রথম প্রকাশ: ১৭৯৮
-
Romantic period-এর সূচনা এই কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে।
-
Romantic কবিতার সংকলন হিসেবে পরিচিত।
-
প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিক দিয়ে সরল এবং শব্দ ব্যবহারে উচ্চাঙ্গ নয়।
-
অর্থাৎ, কবিতাগুলো অলংকারবিহীন এবং কৃত্রিমতা-মুক্ত।
-
সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।
-
কাব্যগ্রন্থে মোট ২৩টি কবিতা রয়েছে, যার মধ্যে ১৯টি রচনা করেছেন William Wordsworth এবং ৪টি Samuel Taylor Coleridge।
Source:
0
Updated: 1 month ago
Choose the correct indirect form of:
I said to him, "Will you lend me your books?"
Created: 2 months ago
A
I enquired of him whether he lend me his books.
B
I asked him whether he will lend me his books.
C
I enquired of him whether he would lend me his books.
D
I asked him whether he would lend me my books.
Direct to Indirect Speech (Interrogative Sentence)
• Example:
-
Direct: I said to him, "Will you lend me your books?"
-
Indirect: I enquired of him whether he would lend me his books.
• নিয়মাবলী:
-
Reporting verb: Interrogative sentence-এ direct speech-কে indirect speech-এ রূপান্তর করতে, প্রথমে reporting verb বসাতে হবে।
-
"said" এর পরিবর্তে প্রশ্নসূচক অর্থে asked/enquired of ব্যবহার হবে।
-
-
Auxiliary verb দিয়ে শুরু হলে: Direct speech থেকে inverted comma তুলে দিয়ে if/whether linker হিসেবে বসাতে হবে।
-
Reported speech-এর subject: Direct speech-এর subject বসবে। যদি subject second person হয়, তবে reporting verb-এর object অনুযায়ী পরিবর্তন হবে।
-
Tense পরিবর্তন: Reporting verb যদি past tense-এ থাকে এবং মূল verb-এর পূর্বে shall/will থাকে, তাহলে indirect speech-এ তা should/would-এ পরিবর্তিত হবে।
-
Sentence type পরিবর্তন: Interrogative sentence-টি indirect speech-এ সবসময় assertive sentence-এ পরিণত হবে।
• Structure:
Subject + ask/asked + object (যদি থাকে) + linker word + reported speech-এর subject + verb + বাকি অংশ
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
What is the correct meaning of the word “jocose”?
Created: 1 month ago
A
Full of anger and hatred
B
Sad and serious
C
Full of jokes and humor
D
Deeply serious and philosophical
Correct Answer: Full of jokes and humor
Meaning: Jocose (adjective) – রসিক বা হাস্যরসপূর্ণ, যা তামাশা ও আনন্দজনিত আচরণ দ্বারা চিহ্নিত।
Synonyms:
-
Funny – মজার
-
Humorous – হাস্যরসাত্মক
-
Playful – কৌতুকপূর্ণ
-
Comic – হাস্যরসাত্মক
-
Amusing – আনন্দদায়ক
Antonyms:
-
Dull – ম্যাড়মেড়ে
-
Boring – বিষণ্ন
-
Tedious – ক্লান্তিকর
-
Dumb – নীরব, বাকশক্তিহীন
-
Serious – গম্ভীর
Other Forms:
-
Jocosely (adverb)
-
Jocosity (noun)
Other Options:
-
ক) Full of anger and hatred – এটি শত্রুতার বর্ণনা, হাস্যরস নয়।
-
খ) Sad and serious – jocose-এর বিপরীত।
-
ঘ) Deeply serious and philosophical – playful humor-এর বিপরীত।
Example Sentences:
-
But behind the jocose mood was a serious determination that farmers were sticking to their protest.
-
Some moralists have classified the jocose lie as a venial sin.
1
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 2 months ago
A
Exeggarate
B
Exaggerate
C
Exaggarate
D
Exoggerate
Correct Spelling and Meaning of "Exaggerate"
-
Spelling: Exaggerate (Verb)
-
English meaning: To make something seem larger, better, worse, or more important than it really is.
-
Bangla meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা
Example Sentence:
-
He exaggerated his role in the project to impress the manager.
-
Bangla: সে ম্যানেজারকে প্রভাবিত করতে প্রকল্পে নিজের ভূমিকা বাড়িয়ে বলেছিল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary
0
Updated: 2 months ago