Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
A
1950
B
1955
C
1960
D
1965
উত্তরের বিবরণ
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:
0
Updated: 1 month ago
Who is the author of the play "Pygmalion"?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
0
Updated: 1 month ago
Identify the correct sentence.
Created: 1 month ago
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
সঠিক বাক্য হলো It is time they called their parents।
-
এখানে It is time / It is high time ব্যবহার করা হয়েছে, যার পর subject থাকলে পরবর্তী verb past indefinite tense (called) এ হয়।
-
অর্থাৎ, কোনো কাজ করার উপযুক্ত সময় এসেছে বোঝাতে এই কাঠামো ব্যবহৃত হয়।
Structure:
-
It is time / It is high time + subject + past indefinite verb
উদাহরণ:
-
It is time we went to bed.
-
It is time you made a decision.
-
It is time he apologized for his mistake.
-
It is time she packed her bags.
বিস্তারিত:
-
যদি subject না থাকে, তাহলে structure হবে: It is time / It is high time + to + verb
-
উদাহরণ: It is high time to stop corruption.
-
0
Updated: 4 weeks ago
The short story 'The Diamond Necklace' was written by -
Created: 1 month ago
A
Guy de Maupassant
B
O Henry
C
Somerset Maugham
D
George Orwell
ফরাসী লেখক Guy de Maupassant wrote 'The Diamond Necklace'.
- ১৮৮৪ সালে ১৭ ফেব্রুয়ারি 'La Parure' শিরোনামে ফ্রেঞ্চ পত্রিকা 'Le Gaulois' এ এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল।
- Like most of Maupassant’s short fiction, it was an instant success, and it has become his most widely read and anthologized story.
It tells the story of Mathilde Loisel, a young woman who borrows a necklace from a wealthy friend to wear to a high-society event, only to lose it and spend the next ten years of her life in poverty trying to replace it.
- The story is a cautionary tale about the dangers of materialism and social ambition, featuring one of Maupassant’s infamous plot twists for which he was well known.
• The important characters of this short story:
- 'Mathilde Loisel' (The protagonist of the story)
- 'Monsieur Loisel' (Mathilde’s husband)
- 'Madame Forestier' (Mathilde’s wealthy friend)
• Guy de Maupassant
- He is a French naturalist writer of short stories and novels who is by general agreement the greatest French short-story writer.
• Notable Work:
- A Woman’s Life,
- Bel-Ami,
- Boule de Suif,
- L’Inutile Beauté,
- La Maison Tellier,
- Le Rosier de Madame Husson,
- Mont-Oriol,
- Notre coeur,
- Pierre et Jean,
- The Horla,
- Toine.
Source: Britannica and Sparksnotes.
0
Updated: 1 month ago