Jean-Paul Sartre is -
A
French author
B
American author
C
German author
D
Russian author
উত্তরের বিবরণ
Jean-Paul Sartre, পূর্ণ নাম Jean-Paul Charles Aymard Sartre, ছিলেন একজন French author, দার্শনিক, নাট্যকার, ঔপন্যাসিক এবং রাজনৈতিক কর্মী। তিনি মূলত existentialism এবং phenomenology দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা হিসেবে পরিচিত।
১৯৬৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল “তার এমন কর্মের জন্য, যা চিন্তায় সমৃদ্ধ, স্বাধীনতার চেতনা এবং সত্যের অনুসন্ধানে পরিপূর্ণ, এবং যা আমাদের যুগে গভীর প্রভাব ফেলেছে।”
তার রচনায় বর্ণবাদ, উপনিবেশবাদ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়গুলো গভীরভাবে আলোচিত হয়েছে, যা সমকালীন দর্শন ও সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে। তার প্রথম উপন্যাস Nausea একজন যুবকের অস্তিত্বের দৈবিকতা ও জীবনের অর্থহীনতা নিয়ে লেখা। অন্যদিকে, তার গুরুত্বপূর্ণ দার্শনিক রচনা Being and Nothingness-এ (প্রদত্ত লেখায় “Bring” থাকলেও সঠিক শব্দ Being) মানবচেতনা ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
Jean-Paul Sartre এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Nausea
-
Being and Nothingness: An Essay on Phenomenological Ontology
-
No Exit
-
The Roads to Freedom
Source:

0
Updated: 16 hours ago
Which of the following best defines "Irony" in literature?
Created: 15 hours ago
A
An expression or statement where the real meaning is concealed or contradicted
B
Compressed form of simile
C
Negative statement in order to emphasize a positive meaning
D
Character suddenly understands their mistake
Irony হলো এমন একটি প্রকাশ বা বক্তব্য যেখানে প্রকৃত অর্থ আড়ালে থাকে বা উল্টোভাবে প্রকাশ করা হয়। এটি প্রায়শই বক্তব্যকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রকাশিত অর্থের বিপরীত অর্থই বোঝানো হয়।
Irony
-
এটি এমন একটি statement, situation বা action, যার আংশিক বা পুরো অর্থ সরাসরি বোঝানো কথার বিপরীত।
-
অনেক সময় প্রশংসার আড়ালে নিন্দা বা নিন্দার আড়ালে প্রশংসা প্রকাশ করা হয়।
-
সহজভাবে বললে, এটি এমন বক্তব্য যা যা বলা হচ্ছে তার বিপরীত অর্থ বোঝায়।
উদাহরণ
-
Jane Austen-এর Pride and Prejudice নাটকের প্রথম বাক্য:
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.” -
Samuel Coleridge-এর Rime of the Ancient Mariner-এও দেখা যায়: নাবিক তৃষ্ণার্ত হয়ে মারা যাচ্ছে অথচ চারপাশে পানি।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Litotes: কোনো ইতিবাচক অর্থকে জোরদার করতে নেতিবাচক রূপে প্রকাশ।
-
Metaphor: সংক্ষিপ্ত রূপে তুলনা প্রকাশ করা, simile-এর বিকল্প।
-
Epiphany: চরিত্র হঠাৎ করে নিজের ভুল বুঝে ফেলা।

0
Updated: 15 hours ago
Which Shakespeare play is set in the city of Verona?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Romeo and Juliet
C
Much Ado About Nothing
D
A Midsummer Night’s Dream
✦ Romeo and Juliet (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romance / Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
প্রধান চরিত্রসমূহ:
-
Romeo (Montague পরিবার)
-
Juliet (Capulet পরিবার)
-
Montego, Lady Montego
-
Capulet, Lady Capulet
-
-
কাহিনি সংক্ষেপ:
-
দুই শত্রু পরিবারের দুই তরুণ-তরুণী একে অপরের প্রেমে পড়ে।
-
তাদের প্রেম গোপনে বিবাহে পরিণত হয়।
-
পারিবারিক শত্রুতার কারণে সম্পর্ক জটিল হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্য তাদের ট্র্যাজেডিতে নিয়ে আসে।
-
আত্মত্যাগের মাধ্যমে তাদের ভালোবাসা শেষমেশ পরিবারের মধ্যে শান্তি স্থাপন করে।
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-
✦ Notable Works
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Famous Poems:
-
Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis

0
Updated: 2 weeks ago
How does Hamlet attempt to confirm his uncle Claudius's guilt for the murder of his father?
Created: 2 weeks ago
A
He hires a spy to follow Claudius.
B
He forges a letter that details the crime.
C
He has a group of traveling actors perform a play reenacting the murder.
D
He confronts Claudius directly in front of Gertrude
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
To confirm his uncle Claudius's guilt, Hamlet devises a clever plan using a troupe of traveling actors who have arrived at Elsinore. He names their play "The Mousetrap," which includes a scene that mirrors exactly how the ghost of his father described being murdered.
Hamlet’s goal is to observe Claudius's reaction, believing that if his uncle is guilty, he will display signs of distress. He instructs his trusted friend Horatio to watch Claudius closely during the performance.
As the actors enact a king being poisoned in the ear while sleeping in the garden, Claudius becomes visibly agitated, rises, and abruptly leaves the room. This reaction confirms Hamlet’s suspicions, proving that the ghost was truthful and that Claudius indeed murdered his father.

0
Updated: 2 weeks ago