The Prelude is written by -
A
William Wordsworth
B
P.B. Shelley
C
John Keats
D
Lord Byron
উত্তরের বিবরণ
The Prelude রচিত হয়েছে William Wordsworth দ্বারা।
The Prelude:
-
পূর্ণ শিরোনাম: The Prelude, or Growth of a Poet’s Mind। এটি autobiographical poem হিসেবে পরিচিত।
-
কবি ১৭৯৮ সালে লেখা শুরু করেন এবং ১৮৫০ সালে প্রকাশিত হয়।
-
কবির শৈশবের অভিজ্ঞতা এবং কবিসত্তার বিকাশের ইতিহাস নিয়ে দীর্ঘ কবিতাটি রচিত।
-
কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে (blank verse) লেখা হয়েছে এবং ১৪টি অংশ বা books-এ বিন্যস্ত।
William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
পরিচিতি: ‘Poet of Nature’
-
তাকে Lake Poet বলা হয়, কারণ তিনি Northern England-এর Lake District-এ জন্মগ্রহণ করেন।
বিখ্যাত কবিতাসমূহ:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
নাটক:
-
The Borderers (William Wordsworth-এর একমাত্র নাটক)
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
-
ইংরেজি সাহিত্যে Prelude শিরোনামসহ বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে:
-
Preludes - কবিতা, T. S. Eliot
-
Prelude - ছোটগল্প, Katherine Mansfield
-
A Prelude - উপন্যাস, D. H. Lawrence
-
Source:
0
Updated: 1 month ago
What does the idiom "Cook the books" mean?
Created: 1 month ago
A
To alter records fraudulently
B
To prepare financial records accurately
C
To manage a business efficiently
D
To share financial information openly
Cook the books একটি idiom, যা বোঝায় হিসাবপত্রে জালিয়াতি বা কারচুপি করা, অর্থাৎ কোনো আর্থিক তথ্যকে অসৎ বা অবৈধভাবে পরিবর্তন করা।
-
Cook the books (idiom)
English Meaning: Alter facts or figures dishonestly or illegally
Bangla Meaning: হিসাবপত্রে কারচুপি করা; জালিয়াতি করা -
Correct Answer: ক) To alter records fraudulently (হিসাবপত্রে জালিয়াতি করা)
-
Other Options:
খ) To prepare financial records accurately → বিপরীত অর্থ (সত্যনিষ্ঠ হিসাব)
গ) To manage a business efficiently → সম্পর্কহীন (হিসাবরক্ষণে নয়)
ঘ) To share financial information openly → বিপরীত অর্থ (cook the books মানে তথ্য লুকানো) -
Example Sentence:
-
He was an accountant; he could have cooked the books and made himself a lot more money.
-
-
Source:
0
Updated: 1 month ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 2 months ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
What is the primary meaning of the verb "propitiate"?
Created: 1 month ago
A
To deliberately anger someone
B
To ignore someone's feelings
C
To challenge a deity or authority
D
To please and calm a god or person who is annoyed
Propitiate একটি transitive verb, যা বোঝায় কোনো রাগান্বিত ব্যক্তি বা দেবতাকে শান্ত করা, সন্তুষ্ট করা বা প্রসন্ন করার জন্য কিছু করা। সাধারণত এটি আনুষ্ঠানিক বা ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Propitiate (Verb transitive)
English Meaning: To please and calm a god or person who is annoyed with you
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা -
Correct Answer: To please and calm a god or person who is annoyed
-
Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট করা), Appease (পরিতুষ্ট করা), Assuage (আশ্বাস দেওয়া)
-
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (কোপান্বিত করা), Infuriate (রাগান্বিত করা), Outrage (ক্ষুব্ধ করা)
-
Other Forms:
-
Propitiation (noun): প্রসাদন; প্রায়শ্চিত্ত
-
Propitiatory (adjective): প্রসন্ন করার উদ্দেশ্যে; প্রসন্নকর; শান্তিক
-
-
Example Sentences:
-
In those days, people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
-
He made an offering to propitiate the angry gods.
-
-
Source:
0
Updated: 1 month ago