Midnight’s Children is written by
A
Arundhati Roy
B
Vikram Seth
C
Jhumpa Lahiri
D
Salman Rushdie
উত্তরের বিবরণ
Midnight’s Children হলো Salman Rushdie-এর লেখা একটি allegorical novel, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এটি একটি ঐতিহাসিক উপন্যাস, যেখানে ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা ও দেশভাগ প্রধান প্রেক্ষাপট হিসেবে ব্যবহৃত হয়েছে।
উপন্যাসটির মূল চরিত্র সেলিম সানাই, যিনি ভারতের স্বাধীনতার ঠিক মুহূর্তে জন্মগ্রহণ করেন। তার জীবন ও অতিপ্রাকৃত ক্ষমতাগুলি ভারতের জাতীয় ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেলিমের জন্মের সময় মুম্বাইয়ের একটি হাসপাতালে দুইটি শিশুর জন্ম হয়—একজন উচ্চবংশীয় মুসলিম পরিবারে এবং অন্যজন নিম্নবর্ণের হিন্দু পরিবারে। কিন্তু এক নার্স তাদের স্থান পরিবর্তন করে দেয়, ফলে সেলিম প্রকৃতপক্ষে এক নিম্নবর্ণের হিন্দু নারীর অবৈধ সন্তান।
Salman Rushdie:
-
পূর্ণ নাম: Sir Ahmed Salman Rushdie
-
জন্ম: June 19, 1947, Bombay (বর্তমান মুম্বাই), India
-
পরিচিতি: Indian-born British writer
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Midnight's Children
-
Shame
-
The Satanic Verses
Source:

0
Updated: 16 hours ago
The poem 'The Love Song of J. Alfred Prufrock' is written by-
Created: 6 days ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
The Love Song of J. Alfred Prufrock is written by T.S Eliot.
- আধুনিক যুগের অন্যতম সেরা কবিতা এটি।
- এটা মূলত একটি Dramatic Monologue. এটি প্রথম প্রকাশিত হয়েছিল Poetry ম্যাগাজিনে, ১৯১৫ সালে।
- এখানে দেখায়, J. Alfred Prufrock যে কিনা একজন মধ্যবয়সী মানুষ, তার ফেলে আসা অতীতের স্মরণ করছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে তার ভগ্ন শরীর ও হৃদয়ের অবস্থা পর্যবেক্ষণ করে।
- সে বুঝতে পারে, সে তার যৌবন এবং সুখ দুটোই হারিয়েছে।
• এই কবিতার বিখ্যাত লাইন,
- “I have measured out my life with coffee spoons."
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem).
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 6 days ago
Volpone by Ben Jonson is a-
Created: 13 hours ago
A
five-act comedy
B
three-act tragedy
C
three-act comedy
D
five-act tragedy
Volpone – Five-Act Comedy by Ben Jonson
১. Volpone সম্পর্কে
-
প্রকাশিত: ১৬০৭
-
ধরণ: Five-act Comedy
-
ধরনের ফিকশন: Beast Fable
-
Beast Fable হলো প্রোজ/ভার্সে লেখা ছোট গল্প বা কাহিনি, যা সাধারণত কোনো নৈতিক শিক্ষা (moral) প্রদান করে।
-
গল্পে প্রাণী চরিত্রগুলোকে মানুষের মতো উপস্থাপন করা হয় এবং মানুষের সমস্ত অনুভূতি ও উদ্দেশ্য প্রতিফলিত হয়।
-
-
মূল বিষয়:
-
Volpone (“Fox”), একজন ধনী ভেনিসীয়, উত্তরাধিকারী না থাকায় ধনী হওয়ার জন্য লোভের উপর খেলা রচনা করেন।
-
২. গুরুত্বপূর্ণ চরিত্র
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
৩. লেখক: Ben Jonson (1572–1637)
-
English Stuart dramatist, lyric poet, literary critic
-
পরিচিতি: Father of Comedy of Humours
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone

0
Updated: 13 hours ago
William Shakespeare was buried in-
Created: 2 weeks ago
A
Holy Trinity Church in Stratford-upon-Avon
B
River Avon Church in Stratford-upon-Avon
C
The Guild of the Holy Cross
D
Lichfield Cathedral
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
William Shakespeare – Birth, Death, and Burial
-
Baptism: Holy Trinity Church, 1564
-
Burial: Holy Trinity Church, 1616
-
Grave Location: In the chancel of the church, near the altar, a place of honour
-
Tombstone: Famous for its epitaph, which places a curse on anyone who moves his bones

0
Updated: 2 weeks ago