Anna Karenina belongs to -
A
Russian Literature
B
American Literature
C
French Literature
D
German Literature
উত্তরের বিবরণ
Anna Karenina হলো Russian Literature-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, যা Leo Tolstoy রচিত। এটি ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে প্রকাশিত হয়। প্রধান চরিত্রসমূহ হলো Anna, Aleksey Karenin, এবং Vronsky।
সারসংক্ষেপ:
-
Anna একজন বিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার স্বামী Aleksey Karenin একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অভিজাত বংশের সন্তান।
-
Anna অভিসারে লিপ্ত হয় তরুণ ও চৌকষ সেনা অফিসার Vronsky-এর সঙ্গে।
-
উপন্যাসে প্রেম, অপ্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং শোচনীয় পরিণতির গল্প ফুটে ওঠে।
-
Anna-এর স্বামী Aleksey লোকলজ্জার কারণে বিষয়টি মেনে নিতে চায়, কিন্তু Anna পুনরায় বিশ্বাসঘাতকতা করে এবং পালিয়ে যায় প্রেমিক Vronsky-এর সঙ্গে। এক পর্যায়ে সে প্রেমিককেও বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে।
-
উপন্যাসের শেষে Anna ট্রেনের সামনে আত্মাহুতি দেয়।
লেখক পরিচিতি:
-
পূর্ণ নাম: Lev Nikolayevich, Graf (count) Tolstoy
-
জন্ম: ১৮২৮ সালে রাশিয়ায়
-
তিনি বাস্তবধর্মী সাহিত্য (realistic fiction)-এর মাস্টার এবং বিশ্বের অন্যতম মহান ঔপন্যাসিক।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
War and Peace (1865–69)
-
Anna Karenina (1875–77)
-
The Death of Ivan Ilyich (1886)
Source:
0
Updated: 1 month ago
The boy looks after his parents.
Here, 'looks after' is-
Created: 2 months ago
A
An adverb phrase
B
A verbal phrase
C
A prepositional phrase
D
An adjective phrase
Sentence: The boy looks after his parents.
-
Underlined Part: looks after
-
Type: Verbal Phrase
Explanation:
-
A verbal phrase is a group of words functioning as a verb in a sentence.
-
Here, looks after acts as a single verb meaning “cares for” or “takes care of.”
More Examples:
-
They look for the brilliant students.
-
Do on your shirt.
Note:
-
A verb phrase can consist of a main verb alone or a main verb with auxiliary verbs, modals, or prepositions.
0
Updated: 2 months ago
The following article was written in 2017. Here, 'following' is -
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Conjunction
“The following article was written in 2017” বাক্যে “following” শব্দটির বিশ্লেষণ নিম্নরূপ:
Adjective:
-
এখানে following article শব্দটিকে describe করছে।
-
অর্থাৎ কোন article-এর কথা বলা হচ্ছে যা বাক্যের পরে বা context-এ দেওয়া হয়েছে।
-
এমন ক্ষেত্রে following একটি adjective হিসেবে ব্যবহার হয়।
Meaning of following:
-
English: that is/are going to be mentioned next
-
Bangla: পরবর্তী, অনুগামী, অনুবর্তী ইত্যাদি
উদাহরণ:
-
Answer the following questions.
-
The following article was written in 2017.
Source:
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "endemic"?
Created: 1 month ago
A
Exotic
B
Hesitant
C
Aboriginal
D
Pedantic
Correct Answer: Aboriginal.
• Endemic (noun)/(adjective):
English Meaning: (especially of a disease or social condition) found particularly in a specific area or group.
Bangla Meaning: কোনো দৈশিক; আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ।
Synonyms: Regional (আঞ্চলিক), Local (স্থানীয়), Native (আদিবাসী), Domestic (স্বদেশী, ঘরোয়া), Aboriginal (আদিবাসী)।
Antonyms: Nonindigenous (অদেশীয়), Nonnative (দেশজ নয় এমন), Foreign (বৈদেশিক), International (আন্তর্জাতিক), Exotic (বহিরাগত)।
Other Forms:
Endemically (adverb)
Endemicity (noun)
Endemism (noun)
Other Option:
- Hesitant - দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত।
- Pedantic - পণ্ডিতি মনোভাবসুলভ।
Example Sentence:
1. Malaria is endemic and is a cause of premature death.
2. The fish is not an endemic species of the lake, and it is rapidly devouring the native trout population.
Source:
0
Updated: 1 month ago