Sailing to Byzantium is -
A
short story
B
poem
C
play
D
novel
উত্তরের বিবরণ
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং Yeats-এর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত। কবিতায় Yeats প্রাচীন Byzantium-কে শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি হিসেবে দেখিয়েছেন। এছাড়াও, এটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
W. B. Yeats:
-
Irish কবি, যাকে Ireland-এর National poet বলা হয়।
-
প্রথম আয়রিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
কবি এবং নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা তার বিভিন্ন কবিতায় প্রকাশিত।
-
তিনি Abbey Theatre, Irish National Theatre Society-এর প্রতিষ্ঠাতা এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক ছিলেন।
W. B. Yeats-এর কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
প্রসেস (Prose):
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:
0
Updated: 1 month ago
Choose the correct options.
Created: 1 month ago
A
They violated with the rules of the competition.
B
They violated to the rules of the competition.
C
They violated from the rules of the competition.
D
They violated the rules of the competition.
সঠিক উত্তর হলো They violated the rules of the competition।
Transitive verb:
-
Transitive verb-এর পর সাধারণত কোনো preposition বসে না। সরাসরি object আসে।
-
কিছু সাধারণ Transitive verb-এর উদাহরণ: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter।
-
এই প্রশ্নে violate একটি Transitive verb, তাই এর পর কোনো preposition ব্যবহার করা হয়নি।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
বাক্যগুলিতে violate-এর পরে preposition (যেমন: with, to, from) ব্যবহার করা হয়েছে, যা grammatically ভুল।
Source:
0
Updated: 1 month ago
"Tis better to have loved and lost Than never to have loved at all."
This is quoted by-
Created: 1 month ago
A
T. S. Eliot
B
Alexander Pope
C
Alfred Tennyson
D
George Eliot
"'Tis better to have loved and lost Than never to have loved at all" হলো Alfred Tennyson-এর বিখ্যাত উক্তি, যা তার সর্বাধিক পরিচিত elegy In Memoriam-এ উল্লেখ আছে।
-
In Memoriam
-
এটি একটি elegy, লেখা হয় ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে এবং ১৮৫০ সালে অজ্ঞাতনামা প্রকাশিত হয়।
-
কবিতায় ১৩১টি sections, একটি prologue এবং একটি epilogue রয়েছে।
-
Tennyson এটি তার বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে লিখেছিলেন।
-
কবিতাটি মূলত Tennyson-এর শোককালীন বিভিন্ন পর্যায়কে চিত্রিত করে।
-
এছাড়াও Victorian যুগে ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা প্রতিফলিত হয়।
-
অন্য বিখ্যাত লাইন: "If I had a flower for every time I thought of you... I could walk through my garden forever."
-
Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি এবং যুগের chief representative।
-
Melodious language-এর জন্য পরিচিত এবং তাকে Lyric Poet বলা হয়।
-
১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হন।
Famous Poems
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Poems, Chiefly Lyrical
-
Locksley Hall
-
Idylls of the King
-
The Two Voices
-
Enoch Arden
-
Sir Galahad
-
The Higher Pantheism
-
A Dream of Fair Women
-
Mariana in the South
-
St. Simeon Stylites
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere
Famous Comedies
-
Queen Mary
-
The Falcon
0
Updated: 1 month ago
The word 'decadent' means-
Created: 1 month ago
A
rotten
B
morally declined
C
dissident
D
defiant
Decadent হলো একটি adjective, যা বোঝায় নৈতিকভাবে অবনত বা পতিত হওয়া এবং শুধুমাত্র আনন্দ-উপভোগের দিকে মনোযোগী থাকা।
উদাহরণ:
-
There was something very decadent about filling ourselves with so much rich food.
অন্য অপশন বিশ্লেষণ:
-
Rotten: পচা।
-
Morally declined: নৈতিকভাবে অবনতি হওয়া বা নৈতিকভাবে পতিত হওয়া।
-
Dissident: ভিন্নমতাবলম্বী বা মতবিরোধী।
-
Defiant: স্পর্ধিত, অবজ্ঞাপূর্ণ বা অবাধ্য।
অতএব, decadent শব্দের সঠিক অর্থ হলো morally declined।
0
Updated: 1 month ago