আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
A
ধ্রুবতারা
B
প্রক্সিমা সেন্টারাই
C
লুব্ধক
D
পুলহ
উত্তরের বিবরণ
লুব্ধক, যাকে 'সিরিয়াস' (Sirius) নামেও অভিহিত করা হয়, এটি আমাদের রাতের আকাশে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এর উজ্জ্বলতার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে—একদিকে এর স্বকীয় উজ্জ্বলতা অত্যন্ত বেশি, অন্যদিকে এটি পৃথিবীর তুলনামূলকভাবে খুব কাছাকাছি অবস্থিত।
লুব্ধক আসলে একটি যুগ্মতারা বা জোড়া নক্ষত্র। এটি দুটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত হলেও আমাদের চোখে এটি একটি মাত্র উজ্জ্বল বিন্দু হিসেবেই প্রতিভাত হয়।
তবে মনে রাখা দরকার, সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রটি লুব্ধক নয়, বরং সেটি হলো 'প্রক্সিমা সেন্টরাই' (Proxima Centauri)।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 months ago