Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
A
1950
B
1955
C
1960
D
1965
উত্তরের বিবরণ
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:

0
Updated: 18 hours ago
The example of an Oxymoron is -
Created: 15 hours ago
A
Studious Student
B
Bittersweet
C
Brilliant Student
D
Bright Sun
উত্তর হবে Bittersweet। এটি এমন একটি অনুভূতি যা একই সাথে আনন্দ ও বেদনার মিশ্রণ প্রকাশ করে। যেমন—বিদায়ের মুহূর্তে পাওয়া আবেগ, যা দুঃখজনক হলেও স্মরণীয় ও মধুর হয়ে থাকে।
Oxymoron
-
দুটি পরস্পরবিরোধী বা বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসিয়ে যখন একটি অর্থপূর্ণ সত্য প্রকাশ করা হয়, তখন তাকে Oxymoron বলে।
-
এটি এক ধরনের অলংকার, যেখানে বিপরীতার্থক শব্দ যুগল ব্যবহার করে বিশেষ আবেগ বা গভীর ভাব প্রকাশ করা হয়।
-
Paradox ও Oxymoron এর পার্থক্য হলো—Paradox একটি পূর্ণাঙ্গ বাক্য বা বিবৃতির মধ্যে বিরোধ প্রকাশ করে, আর Oxymoron কেবল দুটি শব্দের মধ্যে বিরোধ তৈরি করে।
উদাহরণ
-
W. B. Yeats-এর Easter 1916 কবিতায় বিখ্যাত Oxymoron দেখা যায়:
“All changed, changed utterly:
A terrible beauty is born.”
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Studious Student — এটি একটি সাধারণ শব্দজোড়া, কোনো বিরোধ নেই।
-
Brilliant Student — এটি কেবল একটি ইতিবাচক বিশেষণ ও বিশেষ্য, কোনো বৈপরীত্য নেই।
-
Bright Sun — স্বাভাবিক ও বাস্তবধর্মী বর্ণনা, বিরোধী ভাব প্রকাশ করে না।

0
Updated: 15 hours ago
Who works as the conscience of King Lear?
Created: 2 weeks ago
A
Regan
B
Edgar
C
Cordelia
D
Fool
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
The Fool in King Lear – Lear’s Conscience
-
Truth-Teller:
-
After Lear banishes Cordelia and gives his kingdom to Goneril and Regan, the Fool constantly reminds Lear of his foolishness.
-
He is the only character who can speak blunt truths to the king without punishment, fulfilling the traditional role of a court jester.
-
-
Uses Riddles and Jokes:
-
His wisdom comes through riddles, songs, and jokes, exposing the absurdity of Lear’s actions.
-
Example: "Thou hadst little wit in thy bald crown when thou gav’st thy golden one away."
-
Acts as the voice of reason that Lear ignored.
-
-
Lear’s Other Half:
-
The Fool is an extension of Lear’s mind, representing the part that recognizes his error.
-
Stays with Lear through his descent into madness, commenting on his guilt and regret.
-

0
Updated: 2 weeks ago
Who is the author of the poem containing the line “He prayeth best, who loveth best / All things both great and small”?
Created: 1 month ago
A
Samuel Taylor Coleridge
B
Lord Byron
C
John Keats
D
William Wordsworth
"He prayeth best, who loveth best / All things both great and small" এই লাইনটি Samuel Taylor Coleridge-এর কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশিত: ১৭৯৮ সালে, Lyrical Ballads-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: Romantic-era কবিতা
-
মূল ভাব: প্রকৃতি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা, সত্যিকারের প্রার্থনার ধারণা
কবিতার মূল চরিত্র:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
Nightmare
-
Life in Death
সার-সংক্ষেপ:
-
নাবিক একটি Albatross হত্যা করে, যা জাহাজে অভিশাপ নিয়ে আসে।
-
তার সঙ্গে থাকা সবাই মারা যায়; একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা শিখে।
-
শেষপর্যন্ত সে সারা পৃথিবী ঘুরে এই গল্প শোনাতে বাধ্য হয়।
Famous quotations:
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best / All things both great and small."
Samuel Taylor Coleridge:
-
English lyrical poet, critic, এবং philosopher
-
Romantic যুগের শুরুতে William Wordsworth-এর সাথে Lyrical Ballads রচনা
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
উত্তর: Samuel Taylor Coleridge

0
Updated: 1 month ago