"The music in my heart I bore,
Long after it was heard no more."
- Who quoted it?
A
T.S. Eliot
B
W.B. Yeats
C
William Wordsworth
D
Dylan Thomas
উত্তরের বিবরণ
"The music in my heart I bore, Long after it was heard no more." এই উক্তিটি William Wordsworth-এর বিখ্যাত কবিতা 'The Solitary Reaper' থেকে নেওয়া।
The Solitary Reaper:
-
রচয়িতা: William Wordsworth
-
প্রকাশিত: ১৮০৭ সালে
-
কবিতার দৃশ্যে দেখা যায় একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী এলাকায় একাকী ফসল কেটে কাজ করছে।
-
কাজের পাশাপাশি সে দুঃখময় গান গুনগুনিয়ে গাইছে।
-
'The Solitary Reaper' এর বাংলা অর্থ একাকী শস্যচ্ছেদক (যে ফসল কাটে)।
কবিতার একটি অংশ:
-
"Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more."
William Wordsworth:
-
রোমান্টিক যুগের একজন প্রখ্যাত কবি।
-
পরিচিতি: ‘Poet of Nature’
-
বিখ্যাত কবিতা: The Solitary Reaper
অন্যান্য উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Daffodils
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
Lucy
Source:

0
Updated: 18 hours ago
They found the door locked. Here 'found' is -
Created: 1 week ago
A
Non-finite
B
Cognate verb
C
Intransitive verb
D
Transitive verb
They found the door locked. – Here, 'found' is a Transitive Verb.
-
Explanation:
-
"found" হলো transitive verb।
-
"the door" হলো object।
-
"locked" হলো objective complement, যা object কে describe করছে।
-
বাক্যের কাঠামো: Subject (They) + Verb (found) + Object (the door) + Object Complement (locked)
-
যেহেতু verb সরাসরি object গ্রহণ করছে, তাই এটি Transitive Verb।
-
Transitive Verb:
-
যে verb এর object থাকে তাকে Transitive Verb বলে।
-
সাধারণ Structure: subject + verb + object
-
Object সর্বদাই Noun বা Pronoun।
-
কিছু transitive verb এর object এর পাশাপাশি complement থাকতে পারে, যাকে Objective Complement বলে।
Intransitive Verb:
-
যেসব verb এর object নেই তাদের বলা হয় Intransitive Verb।
-
সাধারণত এর পর adverb বা preposition থাকে।
-
Structure: subject + verb
-
উদাহরণ: The sun rises in the east.
-
এখানে rises এর পরে adverb আছে, কোন object নেই → Intransitive Verb।
-
Non-finite Verb:
-
Non-finite verb tense দেখায় না।
-
প্রধানত: infinitives, participles, gerunds।
-
উদাহরণ: Running out of time, she couldn't finish her tasks.
-
এখানে non-finite verb হলো Running।
-
Cognate Verb:
-
যেসব intransitive verb তাদের মূল root থেকে object গ্রহণ করে, তাদের বলা হয় Cognate Verb।
-
Object কে বলা হয় Cognate Object।
-
উদাহরণ:
-
Jamal ran a race → ran = cognate verb, race = cognate object
-
Kamal sang a song → sang = cognate verb, song = cognate object
-
He died a peaceful death → died = cognate verb, death = cognate object
-
Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain

0
Updated: 1 week ago
Who wrote the poem The Solitary Reaper?
Created: 1 week ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।

0
Updated: 1 week ago
Rabbi Ben Ezra is a/an -
Created: 15 hours ago
A
lyric poem
B
sonnet
C
dramatic monologue
D
None of these
Rabbi Ben Ezra হলো Robert Browning-এর একটি বিখ্যাত কবিতা, যা একটি dramatic monologue এবং ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে প্রকাশিত হয়। কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন ও ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন।
-
কবিতা মূলত Browning-এর ধর্মীয় দর্শনকে উপস্থাপন করে।
-
Rabbi Ben Ezra বিশ্বাস করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
-
কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাতে গঠিত, এবং নির্দেশ করে যে একজন ব্যক্তির মূল্য তার কাজের দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।
Robert Browning:
-
একজন British poet, বিশেষভাবে dramatic monologue-এ দক্ষ।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browningও তখনকার সময়ের একজন প্রখ্যাত কবি ছিলেন।
উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
নাটক:
-
Browning-এর প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়।
উৎস:

0
Updated: 15 hours ago