A
৭.৯ সে. মি.
B
৭৬ সে. মি.
C
৭২ সে. মি.
D
৭৭ সে. মি.
উত্তরের বিবরণ
বায়ুর চাপ হল ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলোর ক্রমাগত সংঘর্ষের মাধ্যমে যে বল সৃষ্টি হয়, সেটিই মূলত বায়ুর চাপ হিসেবে পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঘটনা যা আবহাওয়ার গঠন ও পরিবর্তনে বিশাল ভূমিকা রাখে।
-
পৃথিবীর সমুদ্রপৃষ্ঠে গড়ে যে বায়ুচাপ বিরাজ করে, সেটিকে স্বাভাবিক বায়ুচাপ বলা হয়। এই চাপকে পরিমাপ করা হয় পারদের উচ্চতা দিয়ে, যা প্রায় ৭৬ সেন্টিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান।
-
আদর্শ অবস্থায় বা মানদণ্ড অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপকে প্রকাশ করা হয়:
-
১০১৩.২৫ মিলিবার বা
-
১০১,৩২৫ প্যাসকেল (Pa)
-
যা আবার ৭৬০ মি.মি. পারদ,
-
২৯.৯২ ইঞ্চি পারদ, অথবা
-
১৪.৬৯৬ পাউন্ড/বর্গইঞ্চি (psi)-এর সমতুল্য।
-
-
বায়ুচাপ পরিমাপের একটি আন্তর্জাতিক একক হলো এটিএম (atm), যা সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুমণ্ডলীয় চাপের সমান। অর্থাৎ, পৃথিবীর সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপকে ১ এটিএম ধরা হয়।
এইসব এককের মাধ্যমে আমরা সহজেই বিভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে বায়ুচাপ নির্ণয় করতে পারি, যা আবহাওয়ার বিশ্লেষণ ও পূর্বাভাসে অপরিহার্য।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago