"April is the cruellest month" - This is from -
A
Ode to a Nightingale
B
I Wandered Lonely as a Cloud
C
She Walks in Beauty
D
The Waste Land
উত্তরের বিবরণ
"April is the cruellest month" এই উক্তিটি T.S. Eliot-এর 'The Waste Land' কবিতা থেকে নেওয়া।
The Waste Land:
-
রচয়িতা: T.S. Eliot
-
এটি একটি দীর্ঘ কবিতা, যার লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছে প্রথিতযশা আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা।
-
কবিতার আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি।
-
এই কবিতার মাধ্যমে Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
-
একটি বিখ্যাত উক্তি:
-
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
-
T.S. Eliot:
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি একজন American-English poet, playwright, literary critic এবং editor।
-
আধুনিক কবিতার Modernist movement-এর অন্যতম নেতা, যার প্রকাশ স্পষ্টভাবে দেখা যায় The Waste Land এবং Four Quartets-এ।
-
১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রখ্যাত রচনাসমূহ:
Poetry:
-
The Waste Land (1922)
-
Four Quartets (1943)
-
The Love Song of J. Alfred Prufrock
Play:
-
Murder in the Cathedral (1935)
-
The Cocktail Party
উক্তি চিহ্নিত করার জন্য বিকল্পসমূহ:
-
ক) Ode to a Nightingale — John Keats
-
খ) I Wandered Lonely as a Cloud — William Wordsworth
-
গ) She Walks in Beauty — Lord Byron
Source:

0
Updated: 18 hours ago
Which theme is reinforced through Darcy’s transformation?
Created: 2 weeks ago
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।

0
Updated: 2 weeks ago
Choose the Modern period time frame.
Created: 5 months ago
A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
English
English Literature
Periods of english literature
The Modern Period (1901-1939)
No subjects available.
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 5 months ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal! - Complete this quote.
Created: 1 month ago
A
desire
B
dream
C
wish
D
hope
উক্তি: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed: 'We hold these truths to be self-evident, that all men are created equal.'"
-
উদ্ধৃতির উৎস: “I Have a Dream” ভাষণ, ১৯৬৩
-
বক্তা: Martin Luther King Jr.
-
সঠিক উত্তর: খ) dream
বিস্তারিত আলোচনা:
-
Martin Luther King Jr. ছিলেন একজন আফ্রিকান-আমেরিকান সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
তিনি ১৫ জানুয়ারি ১৯২৯ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট, ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অংশ হিসেবে এই বিখ্যাত ভাষণ দেন।
-
ভাষণে তিনি একটি সমান, বর্ণবাদমুক্ত সমাজের স্বপ্ন (dream) নিয়ে কথা বলেন।
-
১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
১৯৬৮ সালে ৪ এপ্রিল, মেম্ফিস, টেনেসিতে তিনি নিহত হন।
সারসংক্ষেপ:
এই উক্তি Martin Luther King Jr.-এর “dream” বা স্বপ্নকে প্রতিফলিত করে, যা মানুষের সমতা, ন্যায় এবং সামাজিক মুক্তির প্রতি তাঁর দৃঢ় আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 1 month ago