Which historical event is depicted in Murder in the Cathedral?
A
The signing of the Magna Carta
B
The martyrdom of St. Thomas Becket
C
The coronation of Arthur H. Hallam
D
The American Civil War
উত্তরের বিবরণ

0
Updated: 18 hours ago
Choose the correct indirect form of:
I said to him, "Will you lend me your books?"
Created: 3 weeks ago
A
I enquired of him whether he lend me his books.
B
I asked him whether he will lend me his books.
C
I enquired of him whether he would lend me his books.
D
I asked him whether he would lend me my books.
Direct to Indirect Speech (Interrogative Sentence)
• Example:
-
Direct: I said to him, "Will you lend me your books?"
-
Indirect: I enquired of him whether he would lend me his books.
• নিয়মাবলী:
-
Reporting verb: Interrogative sentence-এ direct speech-কে indirect speech-এ রূপান্তর করতে, প্রথমে reporting verb বসাতে হবে।
-
"said" এর পরিবর্তে প্রশ্নসূচক অর্থে asked/enquired of ব্যবহার হবে।
-
-
Auxiliary verb দিয়ে শুরু হলে: Direct speech থেকে inverted comma তুলে দিয়ে if/whether linker হিসেবে বসাতে হবে।
-
Reported speech-এর subject: Direct speech-এর subject বসবে। যদি subject second person হয়, তবে reporting verb-এর object অনুযায়ী পরিবর্তন হবে।
-
Tense পরিবর্তন: Reporting verb যদি past tense-এ থাকে এবং মূল verb-এর পূর্বে shall/will থাকে, তাহলে indirect speech-এ তা should/would-এ পরিবর্তিত হবে।
-
Sentence type পরিবর্তন: Interrogative sentence-টি indirect speech-এ সবসময় assertive sentence-এ পরিণত হবে।
• Structure:
Subject + ask/asked + object (যদি থাকে) + linker word + reported speech-এর subject + verb + বাকি অংশ
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 3 weeks ago
"It is impossible to love and be wise" — Who said it?
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Jane Austen
C
Charlotte Bronte
D
Francis Bacon
"It is impossible to love and be wise" — উক্তিটি বলেছেন Francis Bacon, তার প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া।
Francis Bacon
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
উপাধি: Sir Francis Bacon
-
পেশা: Essayist, lawyer, statesman, philosopher
-
বিশেষত্ব: English ভাষার একজন দক্ষ লেখক; প্রবন্ধে দার্শনিক ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ বক্তব্যের জন্য প্রসিদ্ধ
বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 1 month ago
Who wrote the novel The Sun Also Rises?
Created: 4 days ago
A
Sydney Porter
B
Ernest Hemingway
C
E.M. Forster
D
Arundhuti Roy
The Sun Also Rises আর্নেস্ট হেমিংওয়ের প্রথম সার্থক ও গুরুত্বপূর্ণ উপন্যাস, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি লন্ডনে Fiesta নামে প্রকাশিত হয়েছিল। এতে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে Lost Generation বা সমকালীন তরুণ প্রজন্মের জীবনে যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে। কাহিনী মূলত প্যারিস এবং স্পেনের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর সংক্ষিপ্ত, সরল ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকের American and British fiction-এ শক্তিশালী প্রভাব ফেলেছিল। The Sun Also Rises তাঁর প্রথম উপন্যাস, যা তাকে ইংরেজি সাহিত্যে একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি দেয়।
হেমিংওয়ের উল্লেখযোগ্য রচনা
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
অন্যদিকে, The Sun Rising হলো জন ডানের রচিত একটি বিখ্যাত কবিতা, যা হেমিংওয়ের উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

0
Updated: 4 days ago