নিচের কোনটি বিশ্বব্যাংকের 'Soft Loan Window' নামে পরিচিত?
A
MIGA
B
IDA
C
IMF
D
IFC
উত্তরের বিবরণ
IDA (International Development Association) হলো একটি প্রতিষ্ঠান যা যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে, এবং এজন্য এটিকে Soft Loan Window বলা হয়।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬০
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৭৫টি দেশ
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সুরিনাম, অক্টোবর ২০২৪
-
সদস্য দেশগুলোর কার্যক্রম: বেসরকারি খাতের উন্নয়ন এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
-
বাংলাদেশের সদস্যপদ: ১৭ আগস্ট, ১৯৭২

0
Updated: 19 hours ago
নিচের কোনটি বিশ্বব্যাংকের 'Soft Loan Window' নামে পরিচিত?
Created: 19 hours ago
A
MIGA
B
IDA
C
IMF
D
IFC
IDA (International Development Association) হলো একটি প্রতিষ্ঠান যা যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে, এবং এজন্য এটিকে Soft Loan Window বলা হয়।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬০
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৭৫টি দেশ
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সুরিনাম, অক্টোবর ২০২৪
-
সদস্য দেশগুলোর কার্যক্রম: বেসরকারি খাতের উন্নয়ন এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
-
বাংলাদেশের সদস্যপদ: ১৭ আগস্ট, ১৯৭২

0
Updated: 19 hours ago
বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা 'MIGA' এর মূল কার্যক্রম কোনটি?
Created: 5 days ago
A
ঋণগ্রহীতাদের আর্থিক সাহায্য দেওয়া
B
রেমিট্যান্স ব্যবস্থাপনা উন্নয়ন
C
আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা প্রণয়ন করা
D
বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
MIGA (Multilateral Investment Guarantee Agency)
• প্রতিষ্ঠা: ১৯৮৮
• উদ্দেশ্য:
-
বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
-
উন্নয়নশীল দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা
বিশ্বব্যাংক গ্রুপের ৫টি প্রতিষ্ঠান:
• International Bank for Reconstruction and Development (IBRD)
• International Center for Settlement of Investment Disputes (ICSID)
• International Development Association (IDA)
• International Finance Corporation (IFC)
• Multilateral Investment Guarantee Agency (MIGA)
সূত্র: World Bank ওয়েবসাইট

0
Updated: 5 days ago
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে?
Created: 19 hours ago
A
ICSID
B
IDA
C
IFC
D
MIGA
আন্তর্জাতিক বিষয়াবলি
MIGA- Multilateral Investment Guarantee Agency
বিশ্বব্যাংক গ্রুপ
No subjects available.
MIGA (Multilateral Investment Guarantee Agency) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠার তারিখ: ১২ এপ্রিল, ১৯৮৮
-
উদ্দেশ্য: বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা ও গ্যারান্টি প্রদান, যা উন্নয়নশীল দেশগুলোর সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৮২টি
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সোমালিয়া
অন্য বিশ্বব্যাংক গ্রুপ সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ:
-
IDA: অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে
-
ICSID: সদস্য দেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে
-
IFC: উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে

0
Updated: 19 hours ago