জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
A
১৯৪৫ সালের ২২ অক্টোবর
B
১৯৪৪ সালের ২৩ সেপ্টেম্বর
C
১৯৪৪ সালের ২৪ সেপ্টেম্বর
D
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তরের বিবরণ
জাতিসংঘ (United Nations) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি
-
বর্তমান সদস্য দেশ (সেপ্টেম্বর, ২০২৫): ১৯৩টি
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ও নবম মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগাল), জানুয়ারি ২০১৭ থেকে বর্তমান
জাতিসংঘের মূল ছয়টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ
-
নিরাপত্তা পরিষদ
-
অর্থনৈতিক ও সামাজিক কমিশন
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অছি পরিষদ
-
জাতিসংঘ সচিবালয়
0
Updated: 1 month ago
বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় -
Created: 3 weeks ago
A
২৪ জুন
B
২৬ জুন
C
২২ অক্টোবর
D
২৪ অক্টোবর
জাতিসংঘ দিবস প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়, যা জাতিসংঘের প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসর্গীকৃত।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন (২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার মূল সম্মেলন
-
সম্মেলনের উদ্দেশ্য: একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
২৪ অক্টোবর, ১৯৪৫: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন ও স্বাক্ষর করে
-
মোট স্বাক্ষরকারী দেশ: ৫১টি
-
এই কারণে ২৪ অক্টোবর-কে জাতিসংঘের জন্মদিন হিসেবে বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
0
Updated: 3 weeks ago
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
Created: 1 month ago
A
লর্ড হ্যালিফ্যাক্স
B
আর্চিবল্ড ম্যাকলিশ
C
জন ডি. রকফেলার জুনিয়র
D
নেলসন রকফেলার
জাতিসংঘ সনদ (UN Charter)
• রচয়িতা: আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
• অনুচ্ছেদ সংখ্যা: মোট ১১১টি
• সংশোধনের ধারা: ধারা ১০৮ অনুযায়ী
-
সংশোধনী প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
-
এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে অনুমোদন প্রয়োজন
প্রধান তারিখ:
• স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫
• কার্যকরী: ২৪ অক্টোবর, ১৯৪৫
• প্রতি বছর জাতিসংঘ দিবস পালন: ২৪ অক্টোবর
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
মিশর
B
কেনিয়া
C
ব্রাজিল
D
আজারবাইজান
COP (Conference of the Parties)
-
COP হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অংশীদার দেশগুলোর সম্মেলন।
-
১৯৯২ সালে UNFCCC স্বাক্ষরিত হয়।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)’ অনুষ্ঠিত হচ্ছে।
-
কপ-২৯: আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
-
কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলের আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে আয়োজন করবে।
সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট, সময়নিউজ, ব্রাজিল সরকারি ওয়েবসাইট
0
Updated: 1 month ago