'European Free Trade Association' এর সদস্য দেশ কোনটি?
A
আইসল্যান্ড
B
নরওয়ে
C
সুইজারল্যান্ড
D
উপরোক্ত সবগুলো
উত্তরের বিবরণ
EFTA (European Free Trade Association) হলো একটি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬০
-
সেক্রেটারিয়েটের সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
অফিসের অবস্থান: ব্রাসেলস ও লুক্সেমবার্গ
-
বর্তমান সদস্য দেশ (সেপ্টেম্বর, ২০২৫): ৪টি
-
আইসল্যান্ড
-
লিচেস্টেন
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-

0
Updated: 19 hours ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Created: 2 days ago
A
৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
B
১১ আগস্ট- ১৩ সেপ্টেম্বর ২০২৫
C
২৭ আগস্ট- ২৯সেপ্টেম্বর ২০২৫
D
২৩ আগস্ট-২৬ আগস্ট ২০২৫
শাংহাই সহযোগিতা সংস্থা (SCO) ২৫তম শীর্ষ সম্মেলন
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে ২৫তম SCO রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মূল তথ্যসমূহ:
-
সময়কাল: দুই দিনব্যাপী, ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০২৫।
-
উদ্বোধন: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
-
অংশগ্রহণকারী: ২০টির বেশি দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।
-
উদ্দেশ্য: ‘তিয়ানজিন ঘোষণা’ অনুমোদন এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা গ্রহণ।

0
Updated: 2 days ago
স্মাইল ট্রেন (Smile Train) কোন বিষয়ে কাজ করে?
Created: 2 weeks ago
A
মানবাধিকার
B
পরিবেশ সংরক্ষণ
C
শিশুদের শিক্ষা
D
তালুকাটা ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসা
স্মাইল ট্রেন (Smile Train):-
-
একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
-
লক্ষ্য: জন্মগত ঠোঁটকাটা (cleft lip) এবং তালুকাটা (cleft palate) শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং তাদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনা।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং এবং ব্রায়ান মুলান।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
কর্মক্ষেত্র: ৯৫টিরও বেশি উন্নয়নশীল দেশ।
-
অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
-
১৯৯৯ সাল থেকে Smile Train-এর সমর্থনে ২০ লক্ষেরও বেশি ক্লেফট সার্জারি সম্পন্ন হয়েছে।
উৎস: Smile Train ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Created: 3 months ago
A
কুয়েত
B
নাইজেরিয়া
C
সৌদি আরব
D
ভেনিজুয়েলা
OPEC এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries — এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত।
মূল উদ্দেশ্য:
OPEC-এর প্রধান লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম সংক্রান্ত নীতিমালা নির্ধারণ ও সমন্বয় সাধন এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
গঠনের ইতিহাস:
-
প্রস্তাবক দেশ: ভেনিজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল
-
প্রতিষ্ঠানস্থল: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৫টি দেশ
-
ইরাক
-
ইরান
-
কুয়েত
-
সৌদি আরব
-
ভেনিজুয়েলা
-
সদরদপ্তর:
-
বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
১৯৬৫ সালের পূর্বে: জেনেভা, সুইজারল্যান্ড
বর্তমান সদস্য দেশসমূহ (১২টি):
-
আলজেরিয়া
-
কঙ্গো
-
নিরক্ষীয় গিনি
-
গ্যাবন
-
ইরান
-
ইরাক
-
কুয়েত
-
লিবিয়া
-
নাইজেরিয়া
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
ভেনিজুয়েলা
গুরুত্বপূর্ণ তথ্য:
-
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা, উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধের কারণে ১ জানুয়ারি ২০২৪-এ OPEC থেকে বেরিয়ে গেছে।
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 3 months ago