ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কী বলে? 

Edit edit

A

ছায়াবৃত্ত 

B

গুরুবৃত্ত 

C

ঊষা 

D

গোধূলি

উত্তরের বিবরণ

img

ছায়াবৃত্ত: একটি প্রাকৃতিক বিভাজন রেখা

পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝামাঝি যে বৃত্তাকার সীমারেখা বিদ্যমান, সেটিই ছায়াবৃত্ত নামে পরিচিত। এটি একপ্রকার প্রাকৃতিক সীমা, যা দিন ও রাতের সংযোগস্থলে গঠিত হয়।

পৃথিবী নিজের অক্ষে ঘূর্ণায়মান হওয়ার ফলে এই ছায়াবৃত্ত ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। ফলে, পৃথিবীর যেসব অঞ্চল অন্ধকার থেকে এই ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত অংশে প্রবেশ করে, সেইসব স্থানে সূর্যোদয়ের সময় প্রভাতের সূচনা হয়।

প্রভাতের আগমনের কিছু সময় পূর্বে আকাশে যে হালকা আলো দেখা যায়, তাকে ‘ঊষা’ বলা হয়। একইভাবে, দিনের শেষে সূর্যাস্তের ঠিক আগের সময়টিতে যে হালকা আলো দেখা যায়, তা ‘গোধূলি’ নামে পরিচিত।

এই ঊষা ও গোধূলির সময়কাল মূলত ছায়াবৃত্তের গতিপথের কারণে সৃষ্টি হওয়া বিশেষ আলোক অবস্থা, যা প্রকৃতিকে মোহময় করে তোলে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি)

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD