বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এর প্রধান কে? (সেপ্টেম্বর, ২০২৫)
A
হেনরি কিসিঞ্জার
B
তেদরোস উইলিয়াম গেব্রিয়েসুস
C
মাইকেল রেইড
D
তেদরোস আধানম গেব্রিয়েসুস
উত্তরের বিবরণ
তেদরস আধানম গেব্রিয়েসুস হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মহাপরিচালক।
-
নির্বাচিত হওয়ার সাল: ২০১৭, WHO-এর ৭০তম অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে
-
জাতীয়তা: ইথিওপিয়া
-
বিশেষত্ব: WHO-এর মহাপরিচালক পদে অধিষ্ঠিত আফ্রিকা অঞ্চলের প্রথম ব্যক্তি
-
পূর্ববর্তী পদ: ২০০৫ সালে ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী, যেখানে তিনি স্বাস্থ্য সেবার উন্নতি ও জনগণের জন্য সেবা সহজলভ্য করতে কাজ করেন
-
মেয়াদ: ২০২৭ সাল পর্যন্ত

0
Updated: 19 hours ago
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায়?
Created: 5 days ago
A
নিউইয়র্ক
B
রোম
C
প্যারিস
D
জেনেভা
WHO (World Health Organization)
• প্রতিষ্ঠিত: ৭ এপ্রিল, ১৯৪৮
• পূর্ণরূপ: World Health Organization
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
• সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ
উল্লেখযোগ্য তথ্য:
• বাংলাদেশ ১৯৭২ সালে WHO সদস্যপদ লাভ করে এবং জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
সূত্র: WHO ওয়েবসাইট

0
Updated: 5 days ago