জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
A
১৯৪৫ সালের ২২ অক্টোবর
B
১৯৪৪ সালের ২৩ সেপ্টেম্বর
C
১৯৪৪ সালের ২৪ সেপ্টেম্বর
D
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তরের বিবরণ
জাতিসংঘ (United Nations) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি
-
বর্তমান সদস্য দেশ (সেপ্টেম্বর, ২০২৫): ১৯৩টি
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ও নবম মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগাল), জানুয়ারি ২০১৭ থেকে বর্তমান
জাতিসংঘের মূল ছয়টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ
-
নিরাপত্তা পরিষদ
-
অর্থনৈতিক ও সামাজিক কমিশন
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অছি পরিষদ
-
জাতিসংঘ সচিবালয়

0
Updated: 19 hours ago
নিম্নের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
Created: 2 days ago
A
চীন
B
জাপান
C
ফ্রান্স
D
রাশিয়া
উত্তর: খ) জাপান – নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council):
-
নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের গুরুত্বপূর্ণ শাখা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত।
-
সদস্য সংখ্যা: ১৫টি
-
স্থায়ী সদস্য: ৫টি – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (বৃহৎ পঞ্চশক্তি)।
-
অস্থায়ী সদস্য: ১০টি, যেগুলো প্রতি ২ বছরের জন্য নির্বাচিত হয়।
-
কার্যাবলি:
-
আন্তর্জাতিক বিরোধ সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় আলাপ-আলোচনা করা।
-
আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ।
-
শান্তি প্রতিষ্ঠা বা যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন।
-
আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

0
Updated: 2 days ago
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
Created: 3 months ago
A
UNV
B
DTCD
C
UNFPA
D
UNDP
UNDP
-
UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
UNDP-এর কার্যক্রম ও ভূমিকা
-
UNDP জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
-
এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সবচেয়ে বড় মাধ্যম।
-
সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং নতুন সম্পদ আহরণে সহায়তা করে।
-
প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে।
-
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বল্পোন্নত দেশ (LDC) বলতে জাতিসংঘ নির্ধারিত এমন উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়, যাদের আর্থ-সামাজিক সূচক তুলনামূলকভাবে সবচেয়ে নিচে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
UNDP জাতিসংঘের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে বিবেচিত।
-
এটি একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে থাকেন।
-
মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
উৎস: UNDP-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
Created: 5 days ago
A
লর্ড হ্যালিফ্যাক্স
B
আর্চিবল্ড ম্যাকলিশ
C
জন ডি. রকফেলার জুনিয়র
D
নেলসন রকফেলার
জাতিসংঘ সনদ (UN Charter)
• রচয়িতা: আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
• অনুচ্ছেদ সংখ্যা: মোট ১১১টি
• সংশোধনের ধারা: ধারা ১০৮ অনুযায়ী
-
সংশোধনী প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
-
এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে অনুমোদন প্রয়োজন
প্রধান তারিখ:
• স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫
• কার্যকরী: ২৪ অক্টোবর, ১৯৪৫
• প্রতি বছর জাতিসংঘ দিবস পালন: ২৪ অক্টোবর
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 5 days ago