WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
জেনেভা, সুইজারল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
WTO (World Trade Organization) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা।
-
প্রতিষ্ঠার তারিখ: ১ জানুয়ারি, ১৯৯৫
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো-ইওয়েলা (নাইজেরিয়া)
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: পূর্ব তিমুর
-
GATT রূপান্তর: ১ জানুয়ারি, ১৯৯৫ সালে GATT থেকে WTO তে রূপান্তরিত হয়

0
Updated: 19 hours ago
WTO-এর সদর দপ্তর কোন শহরে?
Created: 1 month ago
A
প্যারিস
B
টোকিও
C
জেনেভা
D
নিউইয়র্ক
WTO-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO)
-
এটি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক সংগঠন।
-
প্রতিষ্ঠিত হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
-
বর্তমানে এর সদস্য সংখ্যা ১৬৬টি দেশ।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
-
এর পূর্বসূরী ছিল General Agreement on Tariffs and Trade (GATT) নামে একটি চুক্তি।
-
বাংলাদেশ ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে WTO সদস্যপদ লাভ করে।
গুরুত্বপূর্ণ তথ্য:
-
General Agreement on Tariffs and Trade (GATT) প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
-
১৯৪৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT-এর দুর্বলতা ও সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে মোট ৮টি আলোচনা রাউন্ড অনুষ্ঠিত হয়।
-
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড ছিল উরুগুয়ে রাউন্ড।
-
১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ড সমাপ্তির মাধ্যমে GATT সংশোধন করা হয়।
-
এই সংশোধনের ভিত্তিতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
-
ফলস্বরূপ, ১৯৯৫ সালে WTO প্রতিষ্ঠিত হয়।
তথ্যের উৎস: World Trade Organization-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
নভেম্বর ২০০৩ ভারতের ব্যাঙ্গালোর
B
ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
C
জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
D
সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ও পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স সংক্ষেপে
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO হলো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১ জানুয়ারি,
যার মাধ্যমে পূর্বতন GATT (General Agreement on Tariffs and Trade)-এর স্থান দখল করে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। GATT এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৭ সালে এবং এটি কার্যকর হয় ১৯৪৮ সালে।
বর্তমানে WTO-এর সদস্য সংখ্যা ১৬৬টি দেশ। সংস্থাটির প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এনগোজি ওকোনজো ইওয়েলা।
বাংলাদেশ WTO-তে সদস্যপদ লাভ করে ১৯৯৫ সালের ১ জানুয়ারি, অর্থাৎ সংস্থার প্রতিষ্ঠার দিনেই।
বিশ্ব বাণিজ্য সংস্থার পঞ্চম মিনিস্টারিয়াল সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ১০ থেকে ১৪ সেপ্টেম্বর, মেক্সিকোর জনপ্রিয় পর্যটন শহর কানকুনে।
এই সম্মেলনটি ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য, নীতিমালা ও সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

0
Updated: 1 month ago
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সংস্থার উত্তরসূরি?
Created: 5 days ago
A
UNCTAD
B
GATT
C
ITC
D
IMF
WTO (World Trade Organization)
• প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫
• পূর্বসূরী: General Agreement on Tariffs and Trade (GATT)
• সদস্য সংখ্যা: ১৬৬টি দেশ (আগস্ট ২০২৫), এছাড়া ইউরোপীয় ইউনিয়নও সদস্য
• বাংলাদেশের সদস্যপদ: ১ জানুয়ারি, ১৯৯৫
• সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• কার্যক্রম: আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ, শুল্ক ও বাণিজ্য নীতি নির্ধারণ
• বিশেষত্ব: GATT-এর উত্তরসূরী হিসেবে গঠিত এবং বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
সূত্র: WTO ওয়েবসাইট ও Britannica

0
Updated: 5 days ago