বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
A
ওয়াশিংটন, ডি.সি, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
লন্ডন, যুক্তরাজ্য
D
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক (IBRD – International Bank for Reconstruction and Development) হলো একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
-
মূল লক্ষ্য: বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন
-
প্রতিষ্ঠার তারিখ: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা

0
Updated: 19 hours ago
'বিশ্ব উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে কোন সংস্থা?
Created: 5 days ago
A
আন্তর্জাতিক শ্রম সংস্থা
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D
বিশ্বব্যাংক
World Bank (বিশ্বব্যাংক)
• গঠন সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই, ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী ২৯টি দেশ **‘ব্রেটন উডস চুক্তি’**তে স্বাক্ষর করে
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে, কার্যক্রম শুরু: জুন ১৯৪৬
• সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ [আগস্ট - ২০২৫]
• সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্য ও কার্যক্রম:
• মধ্য আয়ের দেশগুলোকে উন্নয়ন সহায়ক ঋণ প্রদান ও পরামর্শ সেবা দেওয়া
• অর্থায়ন খাত: অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন
• প্রথম ঋণ প্রদান: ফ্রান্স
• বার্ষিক প্রতিবেদন: World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন), প্রকাশ শুরু: ১৯৭৮ সাল থেকে নিয়মিত
সূত্র: World Bank ওয়েবসাইট

0
Updated: 5 days ago
নিচের কোনটি বিশ্বব্যাংকের 'Soft Loan Window' নামে পরিচিত?
Created: 19 hours ago
A
MIGA
B
IDA
C
IMF
D
IFC
IDA (International Development Association) হলো একটি প্রতিষ্ঠান যা যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে, এবং এজন্য এটিকে Soft Loan Window বলা হয়।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬০
-
বর্তমান সদস্য সংখ্যা (সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী): ১৭৫টি দেশ
-
সর্বশেষ যোগ হওয়া সদস্য: সুরিনাম, অক্টোবর ২০২৪
-
সদস্য দেশগুলোর কার্যক্রম: বেসরকারি খাতের উন্নয়ন এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
-
বাংলাদেশের সদস্যপদ: ১৭ আগস্ট, ১৯৭২

0
Updated: 19 hours ago
বিশ্বব্যাংক কয়টি সংস্থার সমন্বয়ে গঠিত?
Created: 2 days ago
A
৩টি
B
৫টি
C
৬টি
D
৭টি
বিশ্বব্যাংক (World Bank)
দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৩৮
বর্তমান সদস্য দেশ: ১৮৯
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি., যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাংক গঠনের ৫টি আর্থিক প্রতিষ্ঠান:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
কাজ: মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান
-
-
International Development Association (IDA)
-
কাজ: IBRD থেকে ঋণ পেতে অক্ষম দেশগুলোকে স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান
-
অন্য নাম: Soft-loan Window
-
-
International Finance Corporation (IFC)
-
কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা
-
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
কাজ: উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টি প্রদান
-
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
কাজ: সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা
-

0
Updated: 2 days ago