UNFPA কী ধরনের সংস্থা?
A
জাতিসংঘের মানব ও প্রজনন স্বাস্থ্য সংস্থা
B
জাতিসংঘের খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচি
C
জাতিসংঘের প্রজনন ও সংস্কৃতি বিষয়ক সংস্থা
D
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা
উত্তরের বিবরণ
UNFPA (United Nations Population Fund) হলো জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
-
পূর্ণরূপ: United Nations Population Fund
-
আনুষ্ঠানিক নাম: জাতিসংঘের জনসংখ্যা তহবিল
-
প্রতিষ্ঠার সাল: ১৯৬৯
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
কার্যক্রমের দেশ সংখ্যা: ১৫০টি দেশ
-
মূল কার্যক্রম: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করা

0
Updated: 18 hours ago
'বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
Created: 2 months ago
A
পাকিস্তান
B
কেনিয়া
C
পাপুয়া নিউগিনি
D
বাংলাদেশ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
UNFPA - এর ২০০০ সালের রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে শীর্ষে ছিল পাপুয়া নিউগিনি।
উৎস: UNFPA ওয়েবসাইট।

0
Updated: 2 months ago