কত বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
A
৩ বছর
B
৫ বছর
C
২ বছর
D
৪ বছর
উত্তরের বিবরণ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) হলো একটি সংস্থা যা ১৫ জন সদস্য নিয়ে গঠিত।
-
স্থায়ী সদস্য দেশ (পঞ্চপক্ষীয় বিজয়ী রাষ্ট্র): চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
-
অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ: দুইবার নির্বাচিত হয়েছে
-
প্রথমবার: ১৯৭৯-১৯৮০, জাপানকে পরাজিত করে
-
দ্বিতীয়বার: ২০০০-২০০১
-
-
অস্থায়ী সদস্যের মেয়াদ: ২ বছর

0
Updated: 18 hours ago