মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজির নাম কী?
A
রিং টপোলজি
B
মেশ টপোলজি
C
স্টার টপোলজি
D
কোনোটিই নয়
No subjects available.
উত্তরের বিবরণ
মোবাইল নেটওয়ার্কের কাঠামো মূলত স্টার টপোলজি-এর উপর ভিত্তি করে তৈরি, যেখানে কেন্দ্রীয় হাবের সঙ্গে প্রতিটি মোবাইল ডিভাইস সরাসরি সংযুক্ত থাকে।
-
মোবাইল ফোন:
-
মোবাইল ফোনের জনক হলেন মার্টিন কুপার।
-
যুক্তরাষ্ট্রে Motorola DynaTAC (Total Access Communication System) নামে প্রথম হ্যান্ড-মোবাইল সেট চালু করা হয়।
-
১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে, যা 1G-এর সূচনা।
-
মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা হয়: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম।
-
-
স্টার টপোলজি:
-
একটি কেন্দ্রীয় নোড বা হাব থাকে এবং প্রতিটি ডিভাইস সেই কেন্দ্রীয় নোডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে।
-
মোবাইল নেটওয়ার্কে প্রতিটি বেস স্টেশন বা সেল টাওয়ার কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে।
-
বেস স্টেশনের আওতাধীন প্রতিটি মোবাইল ফোন সেই কেন্দ্রীয় হাবের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে।
-
সেলুলার নেটওয়ার্কের মৌলিক কাঠামো স্টার টপোলজির মতো, যেখানে বেস স্টেশন কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
-
উৎস:

0
Updated: 19 hours ago
RFID সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
Created: 14 hours ago
A
ইন্টারনেট গতি পরিমাপ করে
B
মোবাইল সংযোগ স্থাপন করতে
C
বস্তু বা প্রাণী শনাক্ত করে
D
তথ্য সংরক্ষণ করে
RFID (Radio Frequency Identification) হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বস্তু, ব্যক্তি বা প্রাণী শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
RFID-এর বৈশিষ্ট্য
-
পাতলা ও ছোট ডিভাইস, ক্রেডিট কার্ডের মতো আকৃতির।
-
ভিতরে থাকে একটি ছোট চিপ, কয়েল, এবং অ্যান্টেনা।
-
প্রাণীর ক্ষেত্রে RFID ট্যাগগুলো সাধারণের থেকে ভিন্ন, ক্যাপসুল আকৃতির, এবং পোষা প্রাণীর দেহে সিরিঞ্জের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়।
RFID-এর ব্যবহার
-
প্রাণীর অবস্থান নির্ণয় ও ট্র্যাকিং।
-
গাছ বা কাঠের জিনিসে RFID ট্যাগ লাগিয়ে আইডেন্টিফিকেশন সুবিধা।
-
অফিস বা বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ।
-
দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ।
-
শিপিং কন্টেইনার ও ভারী যন্ত্রপাতি পরিবহণে পরিচয় নির্ধারণ।

0
Updated: 14 hours ago
কোন অ্যাডার ব্যবহার করে দুটি বিটের যোগফল এবং ক্যারি নির্ধারণ করা যায়?
Created: 1 week ago
A
ডিকোডার
B
এনকোডার
C
হাফ-অ্যাডার
D
ফুল-অ্যাডার
তথ্য প্রযুক্তি
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
No subjects available.
উত্তর: গ) হাফ-অ্যাডার
ব্যাখ্যা:
-
হাফ-অ্যাডার (Half-Adder) হলো একটি ডিজিটাল সার্কিট যা দুটি একক-বিট ইনপুট নিয়ে কাজ করে এবং দুটি আউটপুট দেয়:
-
Sum (যোগফল) – সাধারণত XOR গেট দিয়ে তৈরি।
-
Carry (ক্যারি) – AND গেট ব্যবহার করে নির্ধারণ করা হয়।
-
-
হাফ-অ্যাডার শুধুমাত্র দুটি বিট যোগ করতে সক্ষম এবং পূর্ববর্তী ক্যারি ইনপুট গ্রহণ করতে পারে না।
-
এটি ডিজিটাল ইলেকট্রনিক্সে বড় অ্যাডার বা প্রসেসরের গাণিতিক ইউনিটের বেসিক বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহৃত হয়।
অন্য সংক্রান্ত সার্কিট:
-
ফুল-অ্যাডার (Full-Adder): তিনটি বিট (দুটি ইনপুট + একটি ক্যারি) যোগ করতে সক্ষম।
-
এনকোডার: মানুষের ভাষা বা তথ্যকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে।
-
ডিকোডার: কম্পিউটারের ভাষা বা সংকেতকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 1 week ago
বাস টপোলজিতে ডিভাইসগুলো কীভাবে সংযুক্ত থাকে?
Created: 1 week ago
A
মেশ নেটওয়ার্কে
B
একটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে
C
একটি বৃত্তাকার লুপে
D
একটি একক কেন্দ্রিয় ক্যাবলের মাধ্যমে
বাস টপোলজি (Bus Topology)
-
সংজ্ঞা: বাস টপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় মূল ক্যাবল বা ব্যাকবোন-এর সঙ্গে সংযুক্ত থাকে।
-
ডেটা ট্রান্সমিশন: কোনো ডিভাইস ডেটা পাঠালে তা পুরো লাইনে প্রবাহিত হয়; প্রয়োজনীয় গন্তব্য ডিভাইস তা গ্রহণ করে।
-
প্রধান বৈশিষ্ট্য:
-
সহজ ও কম খরচে।
-
লাইনে কোনো সমস্যা হলে পুরো নেটওয়ার্ক প্রভাবিত হয়।
-
মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করা হয়।
-
কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
-
-
প্রতিযোগিতামূলক টপোলজি:
-
মেশ নেটওয়ার্ক: প্রতিটি ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত।
-
স্টার টপোলজি: ডিভাইসগুলো কেন্দ্রিয় হাবের মাধ্যমে যুক্ত।
-
রিং টপোলজি: ডিভাইসগুলো সার্কুলার চেইনে থাকে।
-
নেটওয়ার্ক টপোলজি সংজ্ঞা:
-
নেটওয়ার্কে কম্পিউটার বা নোডগুলোর সংযোগের কাঠামো ও ব্যবস্থাপনা।
-
ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান-প্রদানের গতি ও রক্ষণাবেক্ষণ বিবেচনা করে বিভিন্ন ধরনের টপোলজি ব্যবহার করা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago